TRENDING:

বলিউডে নতুন জুটি বাঁধছেন সলমন-পূজা, ছবির শ্যুটিং শুরু এবছরই

Last Updated:

নতুন অভিনেত্রীদের সুযোগ দেওয়ার জন্য বেশ পরিচিত সল্লু মিঞাঁ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: আবারও খবরের শিরোনামে সলমন খান। এবারে তিনি গাঁটছড়া বাঁধছেন পূজা হেগড়ের সঙ্গে। সব ঠিক থাকলে আগামী বছরের ঈদেই মুক্তি পাবে তাঁদের নতুন ছবি 'কভি ঈদ কভি দিওয়ালি'।
advertisement

নতুন অভিনেত্রীদের সুযোগ দেওয়ার জন্য বেশ পরিচিত সল্লু মিঞাঁ। তবে এবারে তিনি যার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন সেই পূজা হেগড়ে অবশ‍্য আগেও কাজ করেছেন বলিউড এবং দক্ষিণী ছবিতে। প্রথমবার পূজাকে দেখা যায় হৃতিকের সঙ্গে মহেঞ্জোদারো ছবিতে। এরপর অক্ষয় কুমারের সঙ্গেও হাউসফুল-৪ ছবিতে কাজ করেন পুজা। সেই পূজাই এবার সলমনের বিপরীতে।

advertisement

রূপে যে তাঁকে টেক্কা দেওয়া মুশকিল তা বেশ বোঝা গিয়েছিল মহেঞ্জোদারোতেই। কাজের নিরিখেও যে তিনি কম যান না তাও টের পাওয়া গিয়েছিল হাউসফুল ৪-এ । বলিউডে এটি হবে তাঁর তৃতীয় ছবি। এই ছবির প্রযোজক সাজিদ নাদিওয়ালার আবার বেশ ভরসা রয়েছে পূজার ওপরে। তার মতে পূজা এবং সলমন দারুণ জুটি হতে চলেছে। ব্যস্ত সলমন এই ছবির শ্যুটিং শুরু করবেন এই বছরের শেষের দিকে। এই ছবির কাজ শেষ করেই হাত দেবেন ‘কিক-২’-এর শ্যুটিং-এ।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
বলিউডে নতুন জুটি বাঁধছেন সলমন-পূজা, ছবির শ্যুটিং শুরু এবছরই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল