নতুন অভিনেত্রীদের সুযোগ দেওয়ার জন্য বেশ পরিচিত সল্লু মিঞাঁ। তবে এবারে তিনি যার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন সেই পূজা হেগড়ে অবশ্য আগেও কাজ করেছেন বলিউড এবং দক্ষিণী ছবিতে। প্রথমবার পূজাকে দেখা যায় হৃতিকের সঙ্গে মহেঞ্জোদারো ছবিতে। এরপর অক্ষয় কুমারের সঙ্গেও হাউসফুল-৪ ছবিতে কাজ করেন পুজা। সেই পূজাই এবার সলমনের বিপরীতে।
advertisement
রূপে যে তাঁকে টেক্কা দেওয়া মুশকিল তা বেশ বোঝা গিয়েছিল মহেঞ্জোদারোতেই। কাজের নিরিখেও যে তিনি কম যান না তাও টের পাওয়া গিয়েছিল হাউসফুল ৪-এ । বলিউডে এটি হবে তাঁর তৃতীয় ছবি। এই ছবির প্রযোজক সাজিদ নাদিওয়ালার আবার বেশ ভরসা রয়েছে পূজার ওপরে। তার মতে পূজা এবং সলমন দারুণ জুটি হতে চলেছে। ব্যস্ত সলমন এই ছবির শ্যুটিং শুরু করবেন এই বছরের শেষের দিকে। এই ছবির কাজ শেষ করেই হাত দেবেন ‘কিক-২’-এর শ্যুটিং-এ।
advertisement
Location :
First Published :
February 11, 2020 12:57 PM IST