সাদা শার্ট, কালো জিন্স এবং নেভি ক্যাপ পরেছেন সলমন। নৌবাহিনীর আধিকারিকদের সঙ্গে মজা করছেন তিনি। এরপর তিনি ভারতীয় পতাকা উত্তোলন করেন এবং নৌ বাহিনীর দেশপ্রেম ও সাহসের প্রশংসা করেন।
advertisement
প্রসঙ্গত, সলমনের পাইপলাইনে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। তাঁকে পরবর্তীতে ছবি বহুল প্রতীক্ষিত 'টাইগার ৩'-এ দেখা যাবে, যেখানে ক্যাটরিনা কাইফ এবং ইমরান হাশমিও প্রধান ভূমিকায় অভিনয় করেছেন।
আরও পড়ুন: হাস্যকর! 'লাল সিং চড্ডা' আগে দেখুন! তারপর আমির খানকে বয়কট করবেন: পায়েল
আরও পড়ুন: সমুদ্রতটে লাস্যময়ী নুসরত, তাঁর ট্রিপ থেকে সুপার হট লুকে ক্লিনবোল্ড নেটিজেনরা
এছাড়াও ‘কভি ঈদ কাভি দিওয়ালি’ খ্যাত শেহনাজ গিল, পূজা হেগড়ে এবং জ্যাসি গিল মুখ্য ভূমিকায় রয়েছেন। তাঁর পাইপলাইনে ‘নো এন্ট্রি ২’ এবং ‘কিক ২’-এর মতো ছবিও রয়েছে। চিরঞ্জীবীর ‘গডফাদার’ ছবিতেও বিশেষ ভূমিকায় দেখা যাবে সলমানকে।