সিধু মুস ওয়ালার হত্যার বি,য়ে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে লরেন্স বিষ্ণোইকে। রবিবার সলমন খান ও সেলিম খানের কাছে ফের হুমকি চিঠি আসে। সেই চিঠিতেও লেখা, সলমন ও সেলিম খানের অবস্থাও সিধু মুস ওয়ালার মতোই করা হবে।
জিজ্ঞাসাবাদের সময়ে লরেন্স বিষ্ণোই জানিয়েছে, সে তার সহযোগী সম্পত নেহরাকে বেশ কয়েক বছর আগেই সলমনকে হত্যা করার কথা বলেছে। এমনকি মুম্বই এসে গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট রেকি করেও দেখা হয়ে গিয়েছে। কিন্তু সম্পতের কাছে একটি পিস্তল ছিল আর সলমন সেই সময়ে তার নাগালের বাইরে ছিলেন।এর পরে সুপারস্টারকে হত্যা করার জন্য তারা RK Spring রাইফেলও অর্ডার করেছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে লরেন্স। এই রাইফেলের জন্য সে ৩-৪ লক্ষ টাকা খরচ করেছে বলেও জানিয়েছে।
advertisement
আরও পড়ুন- সলমন ও সেলিম খানকে ফের হুমকি! নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার
কিন্তু কেন সলমন তাদের নিশানায়? বিষ্ণোই সম্প্রদায়ের মানুষ কৃষ্ণসার হরিণকে পুজো করে। আর সেই হরিণ মারার দায় রয়েছে সলমনের উপর। এটিই মূল কারণ। অতীতে 'রেডি' ছবির সেটেও সলমনকে হত্য়া করার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু সেই পরিকল্পনা শেষ পর্যন্ত সফল হয়নি। জানিয়েছে লরেন্স।
প্রসঙ্গত, ৩০ রাউন্ড গুলি চালিয়ে হত্যা করা হয়েছে সিধু মুস ওয়ালাকে। বেশ কয়েক মাস আগে থেকে তাকে হত্যার পরিকল্পনা চলছিল। আর এবার তাদের নিশানায় বলিউড সুপারস্টার সলমন খান। রবিবার হুমকি চিঠি আসার পরে সলমন ও সেলিম খানের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার।