সলমন নিজেই ঘুরে বেড়াচ্ছেন ঘাটে ঘাটে৷ গোদাবরীর তীরে এখন দেখা যাচ্ছে সল্লু মিঞাকে৷ তাতেই খুল ভক্তরা৷ এই শহরের সঙ্গে অনেক আবেগ জড়িয়ে রয়েছে তাঁর৷ মধ্যপ্রদেশেই সলমনের জন্ম৷ শুধু সলমন নয়, তাঁর দাদা আরবাজেরও জন্ম ইন্দোরে৷ তাই তো ইন্দোরে এসেই নস্টালজিক হয়ে পড়েন সলমন৷ এমনকি এই মুহূর্তে যেখানে ছবির কাজ চলছে, সেই মহেশ্বরেও রয়েছে সলমনের স্মৃতি৷
advertisement
মহেশ্বরে সলমনের ঠাকুরদা ছিলেন৷ পুলিশে চাকরি করার সূত্রে এই শহরেই পোস্টিং ছিল তাঁর৷ তাই তো এই শহরকে বেশ পছন্দ ভাইজানের৷ পরিবাররের কাছাকাছি ও কাছের মানুষদের নিয়ে চলতে ভালবাসেন তিনি৷ তাই তো এই শহরে শ্যুটিং-এর কাজে এসে কোথায় যেন তিনি খুঁজে পাচ্ছেন তাঁর ছেলেবেলা৷ আপাতত দাবাং ৩-এর জন্য ব্যস্ত সলমন ঘুরে বেড়াচ্ছে মহেশ্বরের অলিগলি৷ তাঁকে সামনে থেকে দেখতে উপচে পড়ছে ভক্তদের ভিড়৷ গোটা পরিস্থিতি সুষ্ঠুভাবে সামলাচ্ছে পুলিশ৷ সকলেই ধন্যবাদ জানিয়েছেন ভাইজান৷