রেডিট-এ একটি ছবি ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, পর্দায় চুম্বন করার দৃশ্যে অভিনয় করেছেন সলমন। কিন্তু কোন অভিনেত্রীর সঙ্গে ছিল তাঁর এই দৃশ্য? তিনি আর কেউই নন, বি-টাউনের জনপ্রিয় অভিনেত্রী করিশ্মা কাপুর। ‘জিৎ’-সহ একাধিক ছবিতে করিশ্মার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন সলমন। ওই ছবিতেই চুম্বনের দৃশ্য করেছেন সলমন-করিশ্মা। এক রেডিট ব্যবহারকারী বিষয়টি সামনে এনেছেন।
advertisement
ওই মুহূর্তের থবি ভাগ করে নিয়ে ওই ব্যবহারকারী জানিয়েছেন যে, সলমন আসলে নিজের নো-কিস পলিসি ভেঙেছিলেন। অনেকেই নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন কমেন্ট সেকশনে। বেশ কিছু নেটিজেনের মন্তব্য, “এটা ভুলবশত হয়ে থাকতে পারে।” অনেকে আবার লিখেছেন যে, “তাঁরা সলমন-করিশ্মার জুটিকে বেশ মিস করেন।” তবে এক নেটিজেনের বক্তব্য, “তাঁরা একে অপরকে চুমু খাননি। বরং করিশ্মার থুতনির পাশে চুম্বন করছেন সলমন।” আবার এক নেটাগরিকের প্রশ্ন, “এটা কি ঘটনাক্রমেই হয়ে গিয়েছিল?”
প্রসঙ্গত, ২০১৭ সালে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির জন্য ক্যাটরিনা কাইফকে পর্দায় চুমু খেতে বলা হয়েছিল সলমনকে। যদিও সরাসরি সেই প্রস্তাব নাকচ করে দেন অভিনেতা। এক সূত্রের দাবি, পরিচালক আলি আব্বাস জাফর সলমনকে রাজি করানোর চেষ্টাও করেছিলেন। তবে তাতে অবশ্য কাজ হয়নি।
সেই সময় ডেকান ক্রনিকল-এর কাছে এক সূত্রের তরফে দাবি করাহয়েছিল, “প্রত্যেকেই মনে করেছিলেন যে, এই একবারই সলমন হয়তো নিজের নো-কিসিং পলিসি ভাঙবেন। কারণ ওই দৃশ্যটি গল্পের পটভূমির ক্ষেত্রে একেবারেই উপযুক্ত হত। আর উল্টো দিকে যেহেতু ক্যাটরিনা ছিলেন, তাই আরও সেই নীতি ভাঙার সম্ভাবনা দেখেছিলেন সকলে। অথচ এই প্রস্তাব ফিরিয়ে দেন সলমন। যদিও পরিচালক আলি আব্বাস জাফর তাঁকে রাজি করানোর জন্য প্রচুর চেষ্টা করেছিলেন। কিন্ত তাতে কোনও কাজ হয়নি। ফলে ওই দৃশ্যটি বাদ দিতে হয়েছিল।”