TRENDING:

Salman Khan's Latest Health Update: সলমন খানকে সাপে কামড়েছে, ফার্মহাউজের Inside Photos ও ভিডিও

Last Updated:

Salman Khan's Latest Health Update|Salman Khan Bitten By Snake|Salman Khan Health Condition|Salman Khan's Panvel Famrhouse's inside Photos and Videos|Farmhouse's inside Photos Viral|Farmhouse's inside Videos ViralBollywood|Gossip: সলমন খানের হেল্থ আপডেট এখন আগের থেকে ভালই আছেন সলমন খান

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বলিউডের সুপারস্টার সলমন খানকে সাপে কামড়েছে (Salman Khan Snake Bitten Case) ৷ ভক্তদের জন্য এক বিরাট ঝটকা কেননা জন্মদিনের আগেই প্রিয় তারকাকে সর্প দংশন ভক্তদের কাছে প্রাথমিক ঝটকার মতই লেগেছে ৷ গতরাতে যখন সলমন খানকে সাপে (Salman Khan Bitten by Snake) কামড়েছিল তখন সলমন খান তাঁর পানভেল ফার্মহাউজে (Salman Khan's Panvel Farmhouse) ছিলেন ৷ সলমন খানের জন্য কতখানি স্পেশ্যাল এই ফার্মহাউজ তা এককথায় বলে বোঝানো সম্ভব নয় ৷
সলমন খান ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
সলমন খান ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement

জন্মদিনের পার্টি হোক বা লকডাউনের সঙ্কটের সময় এই ফার্মহাউজই তাঁর প্রথম পছন্দের জায়গা ৷ এই ফার্ম হাউজের ভিতরের বেশ কিছু ছবি ও ভিডিও-ই বলে দেয় এই ফার্মহাউজ তাঁর কতখানি কাছের ৷ ধান গাছ রোপন করছিলেন সলমন খান সেই ভিডিও আগেই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায় ৷ জলে ভরা ক্ষেতে কাজ করছেন বলিউডের সুপারস্টার সলমন খান ৷

advertisement

এর থেকে বুঝতে পারা যায় এই ফ্রাম হাউজ সলমনের জন্য ঠিক কতখানি স্পেশ্যাল ৷ ফার্মহাউজের ক্ষেত বা বাগানে নিজেই পরিশ্রম করেন ঘাম ঝরান ৷ কোথাও বা আস্তাবল বা ঘোড়ার দলের সুন্দর ছবি শেয়ার করেন তিনি ৷ বিগত বছরের লকডাউনে সলমন খান তাঁর বন্ধুবান্ধব নিয়ে এই ফার্মহাউজেই সময় কাটিয়েছেন ৷

advertisement

এখানেই শেষ নয় তিনি এই ফার্মহাউজে ২টি গানের শ্যুটিং-ও করেছেন ৷ তবে সব থেকে বড় আপডেট এটাই সাপে কামড়ানোর (Salman Khan Bitten by Snake) পরেও সলমন খান এখন ভালই আছেন ৷ সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ৷ সূত্রের খবর সলমন খানের হাতে কামড়েছিল সাপটি ৷ রাত ৩.৩০-এ সাপে কামড়ানোর পরেই তাঁকে তাড়াতাড়ি এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

বিষাক্ত সাপ সলমন খানকে কামড়ায়নি বলেই জানা গিয়েছে, তবে এই মুহূর্তে আগের থেকে তিনি ভাল আছেন, কোনও ঝুঁকি এই মুহূর্তে নেই ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Salman Khan's Latest Health Update: সলমন খানকে সাপে কামড়েছে, ফার্মহাউজের Inside Photos ও ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল