TRENDING:

একসঙ্গে ফার্মে থাকবেন লুলিয়া-সল্লু

Last Updated:

গোটা মায়ানগরী জুড়ে প্রেমের রহস্য ৷ একদিকে রণবীরের কাছ থেকে দূরে থেকে হ্যাপি আছেন ক্যাটরিনা, তো অন্যদিকে গোপনে ক্যাটরিনার সঙ্গে দেখা করেও নতুন প্রেমিকার লুলিয়ার হাত ধরছেন সলমন খান ! শুধু হাত নয়, বলা ভালো একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সলমন খান ও লুলিয়া ভান্তুর !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: গোটা মায়ানগরী জুড়ে প্রেমের রহস্য ৷ একদিকে রণবীরের কাছ থেকে দূরে থেকে হ্যাপি আছেন ক্যাটরিনা, তো অন্যদিকে গোপনে ক্যাটরিনার সঙ্গে দেখা করেও নতুন প্রেমিকার লুলিয়ার হাত ধরছেন সলমন খান ! শুধু হাত নয়, বলা ভালো একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সলমন খান ও লুলিয়া ভান্তুর !
advertisement

গপ্পোটা একটু খোলসা করে বলা যাক ৷ ‘বিগ বস’-এর সঞ্চালক হওয়ার পর থেকে শুধু সিনেমার পর্দায় নয়, ছোটপর্দাও সল্লু ম্যাজিকে আক্রান্ত ৷ তাই সেই ম্যাজিককে বাড়িয়ে দিতে এবার সল্লুর সঙ্গে চর্চিত গার্লফ্রেন্ড লুলিয়া ভান্তুর ৷ বলিউডের কানাঘুষোয় রটেছে এরকমই ৷ এক নতুন টিভি শোতে দেখা একসঙ্গে দেখা যেতে পারে সলমন ও লুলিয়াকে ৷ শোনা গিয়েছে, মার্কিনের জনপ্রিয় টিভি শো ‘দ্য ফার্ম’-এর অনুকরণে তৈরি হবে এই নতুন শো ৷ তবে এ ব্যাপারে এখনই কোনও গ্রিন সিগন্যাল দেননি লুলিয়া ও সলমন ৷ এ ব্যাপারে চলছে প্রচুর আলোচনা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিৎ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/বিনোদন/
একসঙ্গে ফার্মে থাকবেন লুলিয়া-সল্লু