এখন কেমন আছেন সইফ আলি খান? হাত, ঘাড়, পিঠে আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সইফ আলি খানকে। প্রায় আড়াই ঘণ্টার অস্ত্রোপচারের পর তিনি বিপন্মুক্ত বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: সীমান্তে এ কী করে ফেলল বাংলাদেশের বিজিবি! চরম হুঁশিয়ারি বিএসএফ-এর! ইঞ্চিতে-ইঞ্চিতে জবাব ভারতের
সইফের নিউরো সার্জারি করা হয়েছে। সইফের নিউরো সার্জেন নীতিন দাঙ্গে জানিয়েছেন, তাঁর পিঠে থোরাসিক স্পাইনাল কর্ডের পাশ থেকে ২-৩ ইঞ্চি গভীরে ঢোকা ধারালো অস্ত্র বের করা হয়েছে। তড়িঘড়ি তাঁর অস্ত্রোপচার করা হয়েছে। তাঁর স্পাইনাল ফ্লুইড (মেরুদণ্ডের রস) বেরোতে শুরু করেছিল, তা বন্ধ করতেই এই অস্ত্রোপচার। তবে অস্ত্রোপচার সফল হয়েছে, স্থিতিশীল রয়েছেন অভিনেতা।
advertisement
আরও পড়ুন: NIRF র্যাঙ্কিং অনুযায়ী ভারতের শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয় কারা? তালিকায় বাংলার কোন ইউনিভার্সিটি? দেখুন
সইফ আলি খানের শরীরের ৬ জায়গায় জখম রয়েছে। অভিনেতার সহযোগী দলের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে তাঁর ভক্ত-অনুরাগীদের পাশাপাশি চিকিৎসকদেরও। বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা ধন্যবাদ জানাতে চাই লীলাবতী হাসপাতালের চিকিৎসক দলকে। অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদেরও ধন্যবাদ জানাতে চাই, এই সময় প্রার্থনা করেছেন তাঁরা।’
পরে হাসপাতাল সূত্রে জানা যায়, তাঁর ঘাড়েও একটি আঘাত রয়েছে। রাত সাড়ে ৩টে নাগাদ বান্দ্রার বাড়িতে পৌঁছন সইফ আলি খান ও অমৃতা সিংহের ছেলে ইব্রাহিম আলি খান। তিনিই বাবাকে নিয়ে যান হাসপাতালে। পরে বৃহস্পতিবার দুপুরে বাবাকে দেখতে যান সারা আলি খান ও ইব্রাহিম।