TRENDING:

Saif Ali Khan: সইফ হামলায় এবার বাংলার ‘খুকুমনির খোঁজে’ মুম্বই পুলিশ! কে এই মহিলা? জেরায় বিস্ফোরক তথ‍্য প্রকাশ্যে

Last Updated:

Saif Ali Khan: অভিনেতা সইফ আলি খানের হামলাকারীর সঙ্গে বাংলার যোগ প্রমাণিত হয়েছিল আগেই। তদন্তে এবার চাপড়ার বড় আন্দুলিয়ায় এল মুম্বই পুলিশের একটি দল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: অভিনেতা সইফ আলি খানের হামলাকারীর সঙ্গে বাংলার যোগ প্রমাণিত হয়েছিল আগেই। তদন্তে এবার চাপড়ার বড় আন্দুলিয়ায় এল মুম্বই পুলিশের একটি দল। সইফ আলি খানের উপর হামলার ঘটনায় ধৃত শরিফুল শাহজাদকে জিজ্ঞাসা করে মুম্বই পুলিশ জানতে পেরেছে যে সিম কার্ড সে ব্যবহার করত তা খুকুমণির জাহাঙ্গীর শেখের নামে নেওয়া। ওই মহিলার বাড়ি বড় আন্দুলিয়ায়। সেই খুকুমণির খোঁজে চাপড়ায় আসে মুম্বাই পুলিশ।
সইফ হামলায় এবার বাংলার ‘খুকুমনির খোঁজে’ মুম্বই পুলিশ! কে এই মহিলা? জেরায় বিস্ফোরক তথ‍্য প্রকাশ্যে
সইফ হামলায় এবার বাংলার ‘খুকুমনির খোঁজে’ মুম্বই পুলিশ! কে এই মহিলা? জেরায় বিস্ফোরক তথ‍্য প্রকাশ্যে
advertisement

এই গতকাল রাতে চাপড়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে বড় আন্দুলিয়া-সহ আশপাশের এলাকায় খোঁজ চালায় মুম্বাই পুলিশের একটি দল। যদিও খুকুমণির কোনও খোঁজ পাওয়া যায়নি। সূত্রের খবর খুকুমণির খোঁজ পেয়েছে মুম্বই পুলিশ, তাঁকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি নিজেদের হেফাজতে নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: ক্রিকেট-অভিনয়, জোড়া সাফল‍্য! ছোট্ট ভুলেই ছারখার ২ কেরিয়ার, ১৯ বছরের সম্পর্কও শেষ…সচিনের সঙ্গে ছবিতে থাকা অভিনেতাকে চিনতে পারছেন?

advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় তিন বছর আগে চাপড়ার বড় আন্দুলিয়ার শ্বশুরবাড়ি ছেড়ে চলে যায় খুকুমণি। চার বছর আগে স্বামী জাহাঙ্গীর বিশ্বাসের মৃত্যুর পর শ্বশুরবাড়ির ছেড়ে চলে যায় সে। তারপর থেকে কোনও যোগাযোগ নেই। কিন্তু এই ঘটনার পর এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য, আতঙ্কে পরিবারের সদস্যদরা।

আরও পড়ুন: দেবগুরুর স্থান বদল, ৩ রাশির বৃহস্পতি তুঙ্গে! ফেব্রুয়ারির শুরুতেই কপাল খুলবে, টাকাপয়সা-ধনসম্পদের বন‍্যা

advertisement

পুলিশ সূত্রে খবর, খুকুমণিকে জেরা করে মুম্বাই পুলিশ জানতে পেরেছে মাস চারেক আগে কলকাতা মেডিক্যাল কলেজে তার মোবাইল হারিয়ে গিয়েছিল। সম্ভবত সেই মোবাইলের সিম কার্ডই ব্যবহার করেছিল ধৃত শরিফুল।

সমীর রুদ্র

বাংলা খবর/ খবর/বিনোদন/
Saif Ali Khan: সইফ হামলায় এবার বাংলার ‘খুকুমনির খোঁজে’ মুম্বই পুলিশ! কে এই মহিলা? জেরায় বিস্ফোরক তথ‍্য প্রকাশ্যে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল