এই গতকাল রাতে চাপড়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে বড় আন্দুলিয়া-সহ আশপাশের এলাকায় খোঁজ চালায় মুম্বাই পুলিশের একটি দল। যদিও খুকুমণির কোনও খোঁজ পাওয়া যায়নি। সূত্রের খবর খুকুমণির খোঁজ পেয়েছে মুম্বই পুলিশ, তাঁকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি নিজেদের হেফাজতে নেওয়ার প্রক্রিয়া চলছে।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় তিন বছর আগে চাপড়ার বড় আন্দুলিয়ার শ্বশুরবাড়ি ছেড়ে চলে যায় খুকুমণি। চার বছর আগে স্বামী জাহাঙ্গীর বিশ্বাসের মৃত্যুর পর শ্বশুরবাড়ির ছেড়ে চলে যায় সে। তারপর থেকে কোনও যোগাযোগ নেই। কিন্তু এই ঘটনার পর এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য, আতঙ্কে পরিবারের সদস্যদরা।
পুলিশ সূত্রে খবর, খুকুমণিকে জেরা করে মুম্বাই পুলিশ জানতে পেরেছে মাস চারেক আগে কলকাতা মেডিক্যাল কলেজে তার মোবাইল হারিয়ে গিয়েছিল। সম্ভবত সেই মোবাইলের সিম কার্ডই ব্যবহার করেছিল ধৃত শরিফুল।
সমীর রুদ্র