নিউজ18 বাংলাকে সব্যসাচী বলেন, "যে কোনও চরিত্রের জন্যই একটা প্রস্তুতি প্রয়োজন হয়। আপাতত সেই প্রস্তুতিটাই করছি নিজের মতো করে। এখনও শ্যুটিং ফ্লোরে গেলে একটা দ্বিধাবোধ তৈরি হয়। মনে হয়, যা মনে মনে ভাবছি, সেটাই পর্দায় ফুটিয়ে তুলতে পারব তো? আমার মনে হয়, এই ভাবনাটা থাকা উচিত। তাতে কাজটা ভাল হয়।"
advertisement
সব্যসাচীকে শেষ বার পর্দায় দেখা যায় 'মহাপীঠ তারাপীঠ' ধারাবাহিকে। সাধক বামাক্ষ্যাপার চরিত্র নজর কেড়েছিলেন তিনি। এ বার সাময়িক বিরতির পর ফের আরও এক সাধকের চরিত্রে দেখা যাবে তাঁকে। অনেকেই বলছেন সব্যসাচী 'টাইপকাস্ট' হচ্ছেন। অভিনেতাও কি তাই মনে করেন? সব্যসাচীর উত্তর, "আমি মনে করি না, আমাকে টাইপকাস্ট করা হচ্ছে। কেউ আমাকে এই চরিত্রগুলো করতে জোর করেননি। আমার নিজের এই ধরনের কাজগুলি করতে ভাল লাগে। তার মানে এই নয় যে, আমি অন্য ধরনের গল্প পছন্দ করি না।"
আরও পড়ুন: 'জানি না তুমি আমাকে নিয়ে কতটা গর্বিত', তুমুল সাফল্যের পরেও কেন হঠাৎ আবেগঘন দেব
আরও পড়ুন: শীতের রাতে কালনার রাস্তায় গান, মহীনের তাপসের চিকিৎসার খরচ তুলতে শিল্পীদের প্রয়াস
সব্যসাচী আরও যোগ করলেন, "কাজের মধ্যেই আমি আনন্দ খুঁজি। আমি কোন কোন ধরনের চরিত্রে অভিনয় করতে পারি, সেটা দেখাতে কিছু করতে চাই না। আমার কাউকে কিছু প্রমাণ করার নেই।"
ঐন্দ্রিলার মৃত্যুর পর নিজেকে একটু একটু করে গুটিয়ে নিচ্ছিলেন সব্যসাচী। তবে এবারে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন বলেই আশা করা যায়। তাঁর কথায়, "আমি নিজেকে ভাগ্যবান মনে করি। অন্তত কখন কাজ করব, নিজের ইচ্ছা মতো সেই সিদ্ধান্ত নিতে পারি। অনেকের কাছে সেই পথটুকুও থাকে না।"