সপ্তাহখানেক আগে লাল সিং চড্ঢা ছবি দেখার ছবি পোস্ট করেও ট্রোলিংয়ের মুখে পড়েন জাতীয় পুরস্কার জয়ী শিল্পী রূপঙ্কর ৷ স্ত্রী ও কন্যা ছাড়াও আরও কয়েক জন ঘনিষ্ঠ ছিলেন রূপঙ্করের সঙ্গে প্রেক্ষাগৃহে ৷ ছিলেন আমির খানের এই ছবির বাঙালি অভিনেতা দেবদাস ঘোষও ৷ তাঁর পরিচয় ক্যাপশনেই দেন রূপঙ্কর ৷ তাঁর কাজের প্রশংসা করে তাঁকে শুভেচ্ছাও জানান ৷ এখানেও শুরু ট্রোলিং ৷ এক নেটিজেনের মন্তব্য, রূপঙ্কর নিজেই ভাল অভিনেতা ৷ তিনি যেন নিজেকে ‘কাল্টিভেট’ করেন ৷ বিদ্রুপ উড়ে এসেছে রূপঙ্করের হিন্দি ছবি দেখা নিয়েও ৷ নেটিজেনদের প্রশ্ন, হিন্দিগানের জনপ্রিয়তা নিয়ে রাগে এত সোচ্চার হওয়া রূপঙ্কর কেন বাংলা ছবি না দেখে লাল সিং চড্ঢা দেখতে এসেছেন? অনেকের আবার উষ্মা, রূপঙ্কর কেন সেই ছবিটা দেখছেন, যেটা কিনা অধিকাংশ দর্শক ‘বয়কট’ করেছেন! অবধারিতভাবে ভেসে এসেছে ‘হু ইজ রূপঙ্কর, ম্যান?’ মন্তব্যও ৷
advertisement
আরও পড়ুন : ১৫০-র বেশি টিভি শো ও ছবিতে অভিনয়, ৩০ বছর অভিনয়ের পর সন্ন্যাস গ্রহণ অভিনেত্রীর
মন্তব্য বাক্সে অনেকে আবার লিখেছেন রূপঙ্করের গাওয়া সেই জিঙ্গলও ৷ যা এক নামী কেক প্রস্তুতকারী সংস্থার বিজ্ঞাপনে শোনা যেত ৷ সম্প্রতি ওই সংস্থা জিঙ্গলটি নতুন করে গাইয়েছে শিল্পী সোমলতা আচার্য চৌধুরীকে দিয়ে ৷ পরিবর্তিত শিল্পীর কণ্ঠে নতুন গান সামাজিক মাধ্যমে পোস্টও করা হয়েছে সংস্থার তরফে ৷ তাই ট্রোলাররাও নতুন করে শান দিয়েছেন পুরনো অস্ত্রে৷
আরও পড়ুন : মহাপ্রসাদের অবমাননা! হৃতিক রোশনের 'মহাকাল থালি' বিজ্ঞাপন ঘিরে বিতর্ক, ক্ষোভ দানা বাঁধছে উজ্জয়িনীর পূজারীদের
প্রসঙ্গত মে মাসের শেষে কলকাতায় কেকে-এর অনুষ্ঠান এবং কেকে-কে উদ্দেশ্য করে ফেসবুক লাইভে তীব্র আক্রমণ করেন রূপঙ্কর ৷ ঘটনাচক্রে এর পর নজরুল মঞ্চে অনুষ্ঠান করার পরই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন কেকে ৷ তার পর সামাজিক মাধ্যমে বিপুল জনরোষের মখে পড়তে হয় রূপঙ্কর ও তাঁর পরিবারকে ৷ ভার্চুয়াল দুনিয়ায় সেই আক্রমণ স্তিমিত হলেও এখনও পুরোপুরি স্তব্ধ হয়নি ৷