মৃন্ময় নামে এক ব্যক্তি কাজের অছিলায় রূপাঞ্জনার সঙ্গে যোগাযোগ করেন। নিজেকে একজন 'বিজনেস কনসাল্টান্ট' বলে পরিচয় দেন সেই ব্যক্তি। এর পরেই তিনি জানান, তাঁর এক বাঙালি ক্লায়েন্ট রূপাঞ্জনার সঙ্গে দেখা করতে চান। সেই ক্লায়েন্ট যদিও বিনোদন ইন্ডাস্ট্রির কেউ নন। সেই কথোপকথনে রূপাঞ্জনার পারিশ্রমিকও জানতে চাওয়া হয়।
advertisement
আরও পড়ুন: মিস্টার ও মিসেস মালহোত্রাকে শুভেচ্ছা বলিপাড়ার, সিড-কিয়ারার বিয়ের ছবিতে প্রেমের তুফান
আরও পড়ুন: অপেক্ষার অবসান, নবদম্পতির ছবি প্রকাশ্যে, কিয়ারার গালে চুম্বন আঁকলেন সিদ্ধার্থ
মৃন্ময় নামে সেই ব্যক্তিকে হোয়াটসঅ্যাপে উত্তর দেন রূপাঞ্জনা। অভিনেত্রী জানতে চান, কেন সেই ব্যক্তির ক্লায়েন্ট তাঁর দেখা করতে চাইছেন। শ্যুট সম্পর্কিত কোনও বিষয়ের জন্য এই সাক্ষাৎ কি না, সেই প্রশ্নও করেন তিনি।
এর পরেই তাল কাটে। মৃন্ময় নামে সেই ব্যক্তি জানান, কোনও কাজ সম্পর্কিত বিষয়ে নয়, তাঁর ক্লায়েন্ট শুধুই সময় কাটানোর জন্য রূপাঞ্জনার সঙ্গে দেখা করতে চান। সেই ব্যক্তির কথায় প্রবল চটেন অভিনেত্রী। জানিয়ে দেন, পুরো বিষয়টি এ বার পুলিশকে জানাবেন তিনি এবং তারাই সেই বাঙালি ক্লায়েন্টকে খুঁজে বার করবে।