শনিবার বিকেলেই দেব জানিয়েছিলেন, সুখবর আসছে। সোমবার সকাল সকাল সেই আনন্দের খবর এল সোশ্যাল মিডিয়ায়। ১৪৮ বছর আগের বহু চর্চিত এক চরিত্রকে তুলে আনা হবে সেলুলয়েডে।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'আনন্দমঠ' উপন্যাস নিয়ে তৈরি হচ্ছে প্যান ইন্ডিয়ার ছবি '১৭৭০ এক সংগ্রাম'। সেই ছবিরই প্রযোজকেরা এই ছবির প্রযোজনার দায়িত্বে।
আরও পড়ুন: স্ত্রীর সঙ্গে অটুট সম্পর্ক, বলিউডে পা রাখতে স্ত্রী মৃদুলার সাহায্য কোনও দিনই ভুলতে পারবেন না পঙ্কজ
advertisement
অ্যাসর্টেড মোশন পিকচার্স-এর সঙ্গে যৌথ প্রযোজনায় দেবের প্রযোজনায় রামকমল এই ছবি তৈরির কথা ঘোষণা করেছিলেন ২০১৯ সালে। কিন্তু অতিমারির জেরে সব পরিকল্পনা বাতিল হয়ে যায়। এত বড় বাজেট, বড় সেটের পিরিয়ড ড্রামা! সব কিছুতেই তালা পড়ে যায়। কিন্তু আবার সেই কাজে হাত দিলেন রামকমল। তাঁর প্রথম বাংলা ছবি নাট্যমঞ্চের অভিনেত্রী বিনোদিনী দাসীকে নিয়েই।
বিনোদিনী মঞ্চে চৈতন্যের ভূমিকায় অভিনয় করেছিলেন। আর সেই চরিত্রেই প্রকাশ পেল ছবির মুখ্য অভিনেত্রীর প্রথম লুক। এই চেহারায় রুক্মিণীকে চেনা দায়! হতভম্ব নেটিজেনরাও!
আরও পড়ুন: টরন্টোয় ভারতের জয় জয়কার!'টরন্টো চলচ্চিত্র উৎসব'-এ প্রদর্শিত হবে এই ৫ ভারতীয় ছবি
নায়িকা টিজার পোস্টার শেয়ার করে লিখেছেন, 'এই ছবিটা আমার কাছে আর পাঁচটি ছবি নয়। বরং 'ভারতীয় মঞ্চের রানি'র প্রতি শ্রদ্ধাঞ্জলী।' যিনি পথ দেখিয়েছেন বহু প্রজন্মের শিল্পীদের। পুরুষতান্ত্রিক সমাজে এক মহিলার যাত্রা। এক না-বলা গল্প। আপনাদের সকলের শুভেচ্ছা ও ভালবাসার প্রয়োজন।'
বিনোদিনীর দাসীর জীবন কাহিনিতে গিরিশচন্দ্র ঘোষ, অমৃতলাল, রামকৃষ্ণ, কুমার বাহাদুর, রঙ্গবাবুদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই নাট্যব্যক্তিত্বের ১২ বছরের জীবনের গল্প তুলে আনা হলে সেই সব চরিত্রও অবশ্যই থাকবে ছবিতে। কিন্তু সেই সব চরিত্রে কারা অভিনয় করছেন, সে কথা এখনও খোলসা করেননি নির্মাতারা।