TRENDING:

রণবীরের কাঁধে ৪০০ কোটির চাপ !

Last Updated:

বহুদিন কোনও হিটের মুখ দেখেননি রণবীর কাপুর ৷ সমালোচকরা প্রত্যেক ছবিতে তাঁর অভিনয়ের প্রশংসা করলেও, বক্স অফিসে খুব একটা পা জমাতে পারেন না রণবীর ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বহুদিন কোনও হিটের মুখ দেখেননি রণবীর কাপুর ৷ সমালোচকরা প্রত্যেক ছবিতে তাঁর অভিনয়ের প্রশংসা করলেও, বক্স অফিসে খুব একটা পা জমাতে পারেন না রণবীর ৷ তবুও রণবীরকে নিয়ে পরিচালকেরা কম উৎসাহী নন৷ তাই তো এ বছরে রণবীরের কাঁধে রয়েছে ৪০০ কোটি টাকার চাপ ৷
advertisement

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক ৷ রণবীর ঝুলিতে এখন চারটে ছবি ৷ সব কটিই বিগ ব্যানার ৷ মোটা টাকার বাজেট৷ সব ছবিতেই রণবীর বড্ড এক্সপেরিমেন্টাল, বলা ভালো কেন্দ্র বিন্দু ৷

পরিচালক আয়ান মুখোপাধ্যায়ের ছবি ‘ব্রহ্মাস্ত্র’ ৷ রণবীরের সঙ্গে এই ছবিতে দেখা যাবে অমিতাভ বচ্চন ও আলিয়া ভাটকে৷ ছবির বাজেট ১০০ কোটি টাকা ৷ ছবিটি মুক্তি পেতে পারে পরের বছর ১৫ অগস্টে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

অন্যদিকে রয়েছে যশ চোপড়ার ব্যানারে তৈরি হওয়া ছবি শমশেরা ৷ এই ছবিতে ডাকাতের চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে ৷ এই ছবির বাজেট ১২০ টাকা ৷ রয়েছে অজয় দেবগণের ব্যানারে তৈরি ছবিও ৷ যার বাজেট ৭০ থেকে ৮০ কোটি টাকা ৷ সুতরাং আপাতত রণবীর কাপুরকে নিয়ে পরিচালক ও প্রযোজকরা প্রায় ৪০০ কোটি টাকার চ্যালেঞ্জ রেখেছেন বলিউড বাজারে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
রণবীরের কাঁধে ৪০০ কোটির চাপ !