অস্কারে মনোনীত এই গান আগেই গোল্ডেন গ্লোব পুরস্কার গ্রহণ করেছে। সেরা মৌলিক গানের বিভাগে। এবার দেশের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান পেতে চলেছেন সেই গানের সুরকার।
কে এই কিরাবাণী?
১৯৬১ সালের ৪ জুলাই, অন্ধ্রপ্রদেশের কোভভুর শহরে জন্ম তাঁর। সঙ্গীত রচয়িতা, প্লেব্যাক সিঙ্গার এবং গীতিকার যিনি প্রধানত তেলুগু সিনেমায় কাজ করেছেন। তবে তিনি তামিল, মালয়ালাম, কন্নড় এবং হিন্দি সিনেমার জন্যও গান তৈরি করেছেন। প্রায় তিন দশকের পেশা জীবনে কিরাবাণী বিভিন্ন ভাষায় ১৫০টিরও বেশি ছবিতে কাজ করেছেন।
আরও পড়ুন: সম্মানিত পদ্মশ্রীতে, বাপ-মা হারা প্রীতিকণার কাঁথার কাজের চর্চা বিদেশেও, লড়াই শুরু ছোট থেকেই
২০১৫ সালে ‘বাহুবলী: দ্য বিগিনিং’ থেকে শুরু করে ২০১৭-র ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ এবং ২০২২-এর ‘আরআরআর’-এ খুড়তুতো ভাই এস এস রাজামৌলীর সঙ্গে গাঁটছড়া বেঁধে সবথেকে বেশি বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জন করেছেন।
এছাড়া ‘ব্রহ্মাণ্ড নয়াগন’, ‘অন্তিম ফায়সলা’, ‘ইস রাত কি সুবাহ নেহি’, ‘জিসম’, ‘সায়া’-র মতো ব্লকব্লাস্টার ছবিতে সুপারহিট গান বানিয়েছেন।
রাজামৌলীর স্ত্রী রামা রাজামৌলীর বোন শ্রীভল্লিকেই বিয়ে করেছেন কিরাবাণী। শ্রীভল্লি নিজে একজন সফল প্রযোজক। তাঁদের ছেলে কালা ভৈরবও সঙ্গীত জগতেই পা রেখেছেন। কাজ করেছেন বাবার সঙ্গে।
