TRENDING:

RRR At Oscars 2023: অস্কার মঞ্চে তুফান তুলল নাটু নাটু, নাচ শেষে দাঁড়িয়ে অভিবাদন ও কুর্নিশ জানাল পুরো প্রেক্ষাগৃহ

Last Updated:

RRR At Oscars 2023: তাঁদের অসাধারণ নাচ আদায় করে নেয় দর্শকদের স্ট্যান্ডিং ওভেশন৷ লস অ্যাঞ্জলসে পুরো প্রেক্ষাগৃহ দাঁড়িয়ে অভিবাদন জানায় তাঁদের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লস অ্যাঞ্জেলস : ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস মাতিয়ে দিল ‘নাটু নাটু’ গান৷ গায়ক রাহুল শিল্পীগুঞ্জ এবং কাল ভৈরব পারফর্ম করেন এই ভাইরাল গানের সঙ্গে৷ তাঁদের অসাধারণ নাচ আদায় করে নেয় দর্শকদের স্ট্যান্ডিং ওভেশন৷ লস অ্যাঞ্জলসে পুরো প্রেক্ষাগৃহ দাঁড়িয়ে অভিবাদন জানায় তাঁদের৷ তাছাড়া তাঁরা যে পারফর্ম করবেন, সে বিষয়ে দর্শকদের জানান দীপিকা পাড়ুকোন৷ অর্থাৎ তিনি ইন্ট্রোডিউস করিয়ে দেন৷ তিনি বলেন ‘‘অসাধারণ মনোগ্রাহী সুর যেখানে আছে ছন্দের ঝঙ্কার এবং অনবদ্য নাচের ভঙ্গি৷ সব মিলিয়ে গানটি পরিণত হয়েছে গ্লোবাল সেনসেশনে৷ আরআরআর ছবিতে গানটির দৃশ্য তথা দৃশ্যায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে৷ বাস্তব জীবনে ভারতীয় বিপ্লবী অল্লুরি সীতারামা রাজু এবং কোমারাম ভীমের মধ্যে বন্ধুত্বকে উপর ভিত্তি করেই এই ছবি তৈরি করেছে৷’’
তাঁদের অসাধারণ নাচ আদায় করে নেয় দর্শকদের স্ট্যান্ডিং ওভেশন
তাঁদের অসাধারণ নাচ আদায় করে নেয় দর্শকদের স্ট্যান্ডিং ওভেশন
advertisement

গানটি যে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বাজিমাত করেছে সে বিষয়েও উল্লেখ করেন দীপিকা৷ তিনি বলেন ‘‘ইউটিউব ও টিকটকে কয়েক মিলিয়ন ভিউজ পেয়েছে গানটি৷ সারা বিশ্বের প্রেক্ষাগৃহে গানটিতে দর্শকরা নেচেছেন৷ ভারত থেকে এই গানটিই প্রথম বার মৌলিক সঙ্গীত বিভাগে মনোনীত হল৷ অস্কার মঞ্চে অসাধারণ সাজে সজ্জিত দীপিকা সকলের কাছে আরআরআর দেখার আর্জিও জানান৷ প্রসঙ্গত এই গানই এ বছর ভারতকে এনে দিল দ্বিতীয় অস্কার৷ ভারত থেকে প্রথম গান হিসেবে পুরস্কৃত হল সেরা মৌলিক সঙ্গীত বিভাগে৷

advertisement

আরও পড়ুন :  ফের অস্কার এল ভারতে, পুরস্কৃত হল স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গত শতকের কুড়ির দশকের দুই কিংবদন্তিসম স্বাধীনতা সংগ্রামী অল্লুরি সীতারামারাজু এবং কোরমান ভীমের বন্ধুত্বের প্রেক্ষাপটে তৈরি এই ছবি রেকর্ড সাফল্য পেয়েছে বক্সঅফিসে৷ মুখ্য ভূমিকায় আছেন রাচমরণ এবং জুনিয়র এনটিআর৷ এছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন আলিয়া ভাট, অজয় দেবগণ, অলিভিয়া মোরিস, অ্যালিসন ডুডি এবং রে স্টিভেনসন৷ ছবির গান ‘নাটু নাটু’ ভাইরাল হওয়ার পাশাপাশি সমালোচক মহলেও প্রশংসিত হয়েছে ‘আরআরআর’৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
RRR At Oscars 2023: অস্কার মঞ্চে তুফান তুলল নাটু নাটু, নাচ শেষে দাঁড়িয়ে অভিবাদন ও কুর্নিশ জানাল পুরো প্রেক্ষাগৃহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল