হিউম্যানস্ অফ বোম্বেকে দেওয়া একটি সাক্ষাৎকারে উপাসনা জানালেন, রামচরণ ‘রীতিমতো কাঁপছিলেন’৷ তাঁর কথায় ‘‘আমাকে ওঁর পাশে থাকতে হয়েছিল কারণ তখন ওর শরীরটা রীতিমতো কাঁপছিল৷ ওর পাশে থাকাটা জরুরি ছিল৷’’ তবে লস অ্যাঞ্জেলসের এই সফর যে তাঁদের দু'জনের জন্যই চমৎকার ছিল, এ কথা জানাতে ভোলেননি উপাসনা৷
আরও পড়ুন: 'নাটু নাটু'-তে NMACC মঞ্চে আগুন দুই নারীর, আলিয়া-রশ্মিকার যুগলবন্দির ভিডিও দেখুন
advertisement
বহুদিন ধরে চলেছে ‘আরআরআরে’র শ্যুটিং৷ তার মাঝেই পুরো ইউনিট যেন একটা পরিবার হয়ে উঠেছিল৷ এই পরিবারের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে গিয়েছিলেন রামের স্ত্রী উপাসনাও৷ চিরঞ্জীবীর বৌমা জানালেন ‘‘নাটু নাটু শ্যুটিংয়ের সময় ইউক্রেনে আমি ছিলাম। তার পর অস্কার পাওয়ার মুহূর্তেও আমি থেকেছি৷ আবার আমার কর্মজীবনের প্রতিটা কঠিন মুহূর্তে আমার পাশে থেকেছে রাম৷’’
অস্কারের খুশি তো আছেই সঙ্গে আরও একটি খুশির খবরে ভাসছে রাম চরণের পুরো পরিবার৷ খুব শিগগির এই দম্পতির কোলে আসবে তাঁদের প্রথম সন্তান৷ রাম চরণের বাবা দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবী নিজেই ট্যুইটারে এই খুশির খবর জানিয়েছিলেন৷