TRENDING:

Rooqma Ray: বাবার স্বপ্নপূরণই এখন লক্ষ্য, নতুন সিরিয়াল নিয়ে আর কোন খবর দিলেন রুকমা?

Last Updated:

Rooqma Ray: ফের ছোট পর্দায় রুকমা রায়। 'দেশের মাটি' এবং 'লালকুঠি'-র অসামান্য সাফল্যের পর কিছুদিনের জন্য ছিল বিরতি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: দীর্ঘদিন পর ছোটপর্দায় ফের রুকমা রায়। শুরু হচ্ছে সান বাংলার নতুন সিরিয়াল রূপসাগরে মনের মানুষ। সেখানেই দেখা যাবে রুকমাকে।
রুকমার নতুন লুক
রুকমার নতুন লুক
advertisement

‘দেশের মাটি’  এবং ‘ লালকুঠি’-র অসামান্য সাফল্যের পর কিছুদিনের জন্য ছিল বিরতি। ফের মহা সমারোহে সান বাংলার হাত ধরে ছোট পর্দায় ফিরছেন রুকমা রায়। সান-এ আসতে চলেছে “রূপসাগরে মনের মানুষ”। এই ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করবেন রুকমা। রুকমার কথায়, “অনেকদিন পর এমন এক চরিত্রে অভিনয় করার সুযোগ পেলাম। এখানে আমার চরিত্রের নাম পূর্ণা। বাবার স্বপ্ন পূরণ করাই ওঁর একমাত্র লক্ষ্য। আর পাঁচটা গল্পের থেকে একেবারেই আলাদা এই ধারাবাহিকের গল্প। আমরা খুব পরিশ্রম করে কাজ করছি। আশা করি আপনাদের ভাল লাগবে।”

advertisement

আরও পড়ুন: ফ্যাশন দুনিয়ায় কাঁপাতে আসছেন শাহরুখ-কন্যা সুহানা, দেখলে চমকে যাবেন!

“রূপসাগরে মনের মানুষ” গল্পের কাঠামো একেবারেই অন্য রকম। কীরকম  সেই গল্প? লোকে বলে, ভালবাসা অন্ধ, এটা কি সবসময়ই সত্যি? প্রকৃত স্বরূপ জানার জন্য মানুষ সবসময় কারও হৃদয়ের গভীরে তাকায় না, বরং মানুষ ক্ষণস্থায়ী সৌন্দর্যের দিকে তাকিয়ে হৃদয়কে উপেক্ষা করে। পূর্ণা,  বাবা ও পরিবারের সঙ্গে পুলিশ কোয়ার্টারে থাকে। সে খুব সুন্দরী, পড়াশোনায় মেধাবী এবং তাঁর একমাত্র লক্ষ্য হল বাবার স্বপ্নপূরণ করা।

advertisement

আরও পড়ুন: মেক-আপ না করেই কোথায় গেলেন জাহ্নবী কাপুর? ছবি ভাইরাল

পূর্ণা কি তাঁর পরিবারের আশা ধরে রাখতে পারবে ? পূর্ণা রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। সমাজে মেয়েদের রূপেই কদর, কিন্তু সেই রূপকে ছাপিয়ে গুণকে কদর করতে পারবে এমন মনের মানুষ কি সে খুঁজে পাবে? এসব প্রশ্নের উত্তর জানাতে সান বাংলায় আসছে “রূপসাগরে মনের মানুষ”। জুনের মাঝামাঝি থেকে শ্যুটিং শুরু, দেখা যাবে জুলাইয়ের প্রথমে। পূর্ণা কি তার পরিবারের আশা ধরে রাখতে পারবে?

advertisement

মানস বসাক

বাংলা খবর/ খবর/বিনোদন/
Rooqma Ray: বাবার স্বপ্নপূরণই এখন লক্ষ্য, নতুন সিরিয়াল নিয়ে আর কোন খবর দিলেন রুকমা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল