আর এবার ‘লেডি সিংহম’ ওরফে শক্তি শেঠির ভূমিকায় অবতীর্ণ হয়েছেন দীপিকা পাডুকোন। আর এই সিনেম্যাটিক ইউনিভার্সে তিনিই হচ্ছেন প্রথম মহিলা পুলিশ। এদিকে News18 Showsha-র সঙ্গে একটি বিশেষ আলাপচারিতায় মহিলা পুলিশেকে এত দেরিতে আনার কারণ ব্যক্ত করেছেন খোদ পরিচালক। তিনি বলেন যে, “আসলে সঠিক চিত্রনাট্যের অপেক্ষায় ছিলাম। আসলে এই চরিত্রটাকে সঠিক ভাবে আনতে হত। ২০১৮ সাল পর্যন্ত এটা যে কপ ইউনিভার্স হতে চলেছে, সে সম্পর্কে একেবারেই নিশ্চিত ছিলাম না আমি।”
advertisement
আসলে অক্ষয় কুমারের ‘সূর্যবংশী’ ছবি তৈরি করার সময়েই লেডি সিংহমের আইডিয়া মাথায় এসেছিল। ‘বোল বচ্চন’ এবং ‘অল দ্য বেস্ট’ পরিচালক বলেন যে, “সিম্বা যখন ভাল ভাবে চলেছিল, মানুষ সেটা গ্রহণ করেছিল। তাই ভেবেছিলাম যে, অন্যান্য চরিত্রও আমরা ঢোকাতে পারি। আর সেই সময়ই আমরা ‘সূর্যবংশী’ তৈরি করি। আর সেই সময়েই মহিলা পুলিশকে কেন্দ্র করে একটি ছবি বানানোর কথা ভাবনাচিন্তা করেছি।”
রোহিত ইঙ্গিত দিয়েছেন যে, যদি ‘সূর্যবংশী’ স্থগিত না করা হত, তাহলে শক্তি শেঠিকে অনেক আগেই পেয়ে যেতেন দর্শকরা। পরিচালকের কথায়, “আসলে যেটা হয়েছিল, সেটা হল – কোভিডের কারণে দুটো বছর নষ্ট হয়ে গিয়েছে। ২০১৯ সালের মার্চ মাসে মুক্তি পাওয়ার কথা ছিল ‘সূর্যবংশী’। আমরা বেশ আনন্দিত ছিলাম। কারণ ট্রেলারটি দর্শকরা ভাল ভাবেই গ্রহণ করেছিলেন। আমরা জানতাম যে, এটা ভালই ফল করবে। কিন্তু আচমকাই ২ বছরের জন্য পিছিয়ে যায় ছবিটি। যার জেরে সব কিছুতে দেরি হয়ে যায়। আমাদের আসল লাইন-আপ অনুযায়ী, ‘সিংহম এগেইন’ মুক্তি পাওয়ার কথা ছিল ২০২০ সালে।”
শক্তি শেঠিকে জনসমক্ষে আনার আগে চলতি বছরের গোড়ার দিকে ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এ রোহিত তারা শেঠির চরিত্রের জন্য বেছেছিলেন শিল্পা শেঠি কুন্দ্রাকে। ফলে রোহিতের দুনিয়ার প্রথম মহিলা পুলিশ তিনিই। রোহিতের কথায়, “এই দু’টো অবশ্য আলাদা দুনিয়া। কারণ ইন্ডিয়ান পুলিশ ফোর্স হল আলাদা। এটা অ্যামাজনের। আর এই কপ ইউনিভার্সটা আমাদের। তাই এই দু’টো একসঙ্গে হতে পারে না।”
তাহলে কি শক্তি শেঠিকে নিয়ে একটা স্ট্যান্ডঅ্যালোন ছবি হতে চলেছে? জবাবে রোহিত বলেন, “আমাদের সেটা লিখতে হবে। আমার মাথায় একটা কনসেপ্ট আছে। কিন্তু আমরা জানি না, সেটা কোথায় গিয়ে দাঁড়াবে। এর জন্য এখনও সময় আছে। চরিত্র আর প্রাথমিক গল্পটা কেমন হবে, সেটা আমি জানি। কিন্তু তাঁর গোটা সফরটা কেমন হবে, সেটা পরিচালক কিংবা লেখক হিসেবে আমার জানা নেই। কিন্তু ‘লেডি সিংহম’ নামে মহিলা পুলিশের ছবি অবশ্যই হবে। নাহলে তো আমরা তাঁকে সামনেই আনতাম না। সেই কারণেই আমরা এই চরিত্রটার উপর জোর দিয়েছি। আর নাম দিয়েছি ‘সিংহম এগেইন’।”