TRENDING:

মাদার্স ডে-তে মাধুরীর সুপারহিট গানে ঋতুপর্ণার মেগাহিট নাচ, মুহূর্তেই ভাইরাল ভিডিও

Last Updated:

মাধুরীর প্রতি কুর্নিশ জানিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নাম ঋতুপর্ণা সেনগুপ্ত ৷ একের পর এক ছবিতে কয়েক দশক ধরে তিনি দর্শকদের মন মাতিয়ে রেখেছেন ৷ বাংলা বাণিজ্যিক ছবিতে তাঁর অবদান চিরকালই মনে রাখার মত ৷ সমান্তরাল ছবিতেও তিনি কামাল দেখিয়েছেন ৷ প্রথম সারির নায়কদের সঙ্গে জুটি বেঁধে একাধিক ছবিতে মনে দাগ কেটেছেন ৷ প্রভাত রায়ের শ্বেত পাথরের থালা থেকে দহন, শুধু একবার বলো, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, , গুরুশিষ্য, তোমায় পাবো বলে, মনের মানুষ-সহ একাধিক ছবিতে তিনি ঝড় তুলেছেন ৷
advertisement

ঋতুপর্ণা সেনগুপ্ত কাছে মাদার্স ডে-র গুরুত্ব রয়েছে, এই দিনটি একটু অন্যরকমভাবে উদযাপন করলেন তিনি ৷ মাধুরী দীক্ষিত নেনের আজা নাচলে ছবির টাইটেল সঙে নেচেছেন ৷ সেই ভিডিও বিদ্যুতের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ ঋতুপর্ণার কাছে মাধুরী অর্থাৎ একজন আদর্শ মায়ের সঙ্গে একজন সেরা নর্তকীও বটে ৷ তিনি মনে করেন মাধুরী অর্থাৎ ভারতীয় সিনেমার এক ইনস্টিটিউশান ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

মাধুরী দীক্ষিত নেনেকে ঋতুপর্ণার মাতৃদিবসের শ্রদ্ধা, মেয়ের সঙ্গে মাধুরী অভিনীত সুপারহিট গানে নাচলেন তিনি ৷ মুহূর্তেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আলোড়নের সৃষ্টি করেছে ৷  এক নজরে দেখে নিন ঋতুপর্ণার অনবদ্য নাচ ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
মাদার্স ডে-তে মাধুরীর সুপারহিট গানে ঋতুপর্ণার মেগাহিট নাচ, মুহূর্তেই ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল