TRENDING:

মাদার্স ডে-তে মাধুরীর সুপারহিট গানে ঋতুপর্ণার মেগাহিট নাচ, মুহূর্তেই ভাইরাল ভিডিও

Last Updated:

মাধুরীর প্রতি কুর্নিশ জানিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নাম ঋতুপর্ণা সেনগুপ্ত ৷ একের পর এক ছবিতে কয়েক দশক ধরে তিনি দর্শকদের মন মাতিয়ে রেখেছেন ৷ বাংলা বাণিজ্যিক ছবিতে তাঁর অবদান চিরকালই মনে রাখার মত ৷ সমান্তরাল ছবিতেও তিনি কামাল দেখিয়েছেন ৷ প্রথম সারির নায়কদের সঙ্গে জুটি বেঁধে একাধিক ছবিতে মনে দাগ কেটেছেন ৷ প্রভাত রায়ের শ্বেত পাথরের থালা থেকে দহন, শুধু একবার বলো, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, , গুরুশিষ্য, তোমায় পাবো বলে, মনের মানুষ-সহ একাধিক ছবিতে তিনি ঝড় তুলেছেন ৷
advertisement

ঋতুপর্ণা সেনগুপ্ত কাছে মাদার্স ডে-র গুরুত্ব রয়েছে, এই দিনটি একটু অন্যরকমভাবে উদযাপন করলেন তিনি ৷ মাধুরী দীক্ষিত নেনের আজা নাচলে ছবির টাইটেল সঙে নেচেছেন ৷ সেই ভিডিও বিদ্যুতের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ ঋতুপর্ণার কাছে মাধুরী অর্থাৎ একজন আদর্শ মায়ের সঙ্গে একজন সেরা নর্তকীও বটে ৷ তিনি মনে করেন মাধুরী অর্থাৎ ভারতীয় সিনেমার এক ইনস্টিটিউশান ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিত
আরও দেখুন

মাধুরী দীক্ষিত নেনেকে ঋতুপর্ণার মাতৃদিবসের শ্রদ্ধা, মেয়ের সঙ্গে মাধুরী অভিনীত সুপারহিট গানে নাচলেন তিনি ৷ মুহূর্তেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আলোড়নের সৃষ্টি করেছে ৷  এক নজরে দেখে নিন ঋতুপর্ণার অনবদ্য নাচ ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
মাদার্স ডে-তে মাধুরীর সুপারহিট গানে ঋতুপর্ণার মেগাহিট নাচ, মুহূর্তেই ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল