এই নিয়ে দ্বিতীয়বার৷ গোয়া ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ঋতাভরী চক্রবর্তী। এই অনুষ্ঠানে মঞ্চ শেয়ার করেছেন বরুণ ধবন, সারা আলি খান, কার্তিক আরিয়ান এবং অন্যান্য বলিতারকাদের সঙ্গে।
আরও পড়ুন : কোনও কিছু অপছন্দ হলেই রেগে যাই, এটাই আমি: লোপামুদ্রা
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন সেই অনুষ্ঠানের ছবিও। বরুণের আগামী ছবির শুভেচ্ছা জানাতে সোশ্যাল মিডিয়ায় তাঁর সঙ্গে ছবি ভাগ করে নিয়েছিলেন ঋতাভরী চক্রবর্তী। এইবার একান্তে সমুদ্রসৈকতের ছবি৷ সেই মঞ্চেই নৃত্য পরিবেশন করেছিলেন অভিনেত্রী, তার ঝলকও দেখা গিয়েছে ইনস্টাগ্রামে৷
আরও পড়ুন : রশ্মিকা মান্দানা নিষিদ্ধ হবে কন্নড় সিনেমায়? জ্যোতিষশাস্ত্রের ভবিষ্যদ্বাণীতে তোলপাড়!
ঋতাভরী সোশ্যাল মাধ্যমে বেশ অ্যাক্টিভ। বিশেষ করে ইনস্টাগ্রামে। মাঝে মধ্যেই নিজের বোল্ড ছবি শেয়ার করেন তিনি। ঋতাভরী বেড়াতে যেতেও খুব ভালবাসেন। মাঝে মধ্যেই তাঁকে দেখা যায় এদিক ওদিক ঘুরতে যেতে। ঋতাভরীর এই নতুন ছবি দেখা মাত্র প্রশংসায় ভরিয়েছেন ভক্তরা। ভাইরাল নায়িকার একের পর এক ছবি।