অভিনেত্রীর লাভ-লাইফ নিয়েও চর্চার শেষ নেই৷ গুঞ্জনে শোনা গেছিল,তথাগতর পরিবার নাকি সম্পর্ক এগোতে চাইছেন না ঋতাভরীর সঙ্গে সম্পর্কে৷ তার উপর আবার ঋতাভরীর ইনস্টা প্রোফাইল থেকেও সম্পর্ক ঘোষণার পোস্টটি উধাও হতেই সন্দেহ আরও জোড়ালো হয়েছে৷
তবে বাড়ি নিয়ে কথা উঠতেই মুখ খুলেছেন তথাগত৷ ঋতাভরীর সঙ্গে প্রেম নিয়ে যতটা না প্রচারের আলোয় এসেছেন তার চেয়ে অনেক বেশি একটি পোস্টে নজর কেড়েছেন তিনি৷ সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্টে ঋতাভরীকে ট্যার করে তথাগত লিখেছেন, 'আমার নিজস্ব সম্পর্কের বিষয়ে পরিবারের মতামতের খবর পুরোটাই ভিত্তিহীন৷ আমার পরিবারের লোকজন যথেষ্ঠ ভাল মনের৷ আমাদের প্রত্যেকের অধিকারও রয়েছে সিদ্ধান্ত নেওয়ার৷ এমনকী কেউই আমাদের ব্যক্তিগত সিদ্ধান্তে হস্তক্ষেপও করে না৷ ঋতাভরীকে আমাদের পরিবারের সকলেই খুব ভালবাসে৷ আমরা খুবই ভালভাবে রয়েছি৷ দয়া করে আমাদের একটু একা ছেড়ে দিন৷'
advertisement
তথাগতর এই পোস্ট দেখে নিজেও আর চুপ করে থাকতে পারেননি অভিনেত্রী৷ স্ক্রিনশট শেয়ার করে নায়িকা লেখেন, 'সমস্ত সংবাদাদাতাদের কাছে বিশেষ অনুরোধ দয়া করে সঠিক খবর দিন এবং হলুদ সাংবাদিকতা বন্ধ করুন৷ বেশি বেশি ক্লিক পাওয়ার জন্য যা ইচ্ছে লিখে দেবেন না৷ নিজের অনুমানের উপর এরকম ভুল খবর লিখবেন না৷ তাছাড়া বারবার এমন খবর রটলে, মানুষের মনেও প্রশ্ন ওঠে সত্যিই কি এমন কিছু হয়েছে?' দুজনের পোস্ট দেখে এটা সকলেই বুঝে গেছেন, তাদের সম্পর্ক আগের মতোই আছে,কিছুই ভাঙন ধরেনি৷
আরও পড়ুন-সেলফি না তুলতেই আটক! শ্রীনগর এয়ারপোর্টে আসতেই হাল খারাপ হল শাহরুখের,ভাইরাল ভিডিও
আরও পড়ুন-সর্বনাশ! আর একটু হলেই ঘটত বিপত্তি, মঞ্চে ওঠার আগে গাউনের চেন কেটে গেল জাহ্নবীর, তারপর...
ডাক্তার বন্ধু তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে ক্লিনিকের উদ্বোধনে গিয়েই আলাপ হয়েছিল ঋতাভরীর৷ শুরু থেকে খুব ভাল বন্ধু ছিলেন তাঁরা৷ ঋতাভরী জানিয়েছিলেন, কফি ডেট থেকে ডিনার ডেট এসব কিছুই হয়নি তাদের মধ্যে। তবে যখন ওকে ভাল করে চিনতে শুরু করি, তখন আমি শয্যাশায়ী। দ্বিতীয় সার্জারির পর আমরা কাছাকাছি আসতে শুরু করি। ধীরে ধীরে অনুভব করি, আমি একে অপরের উপর নির্ভর করতে পারি। বিয়ে নিয়ে ঋতাভরী বলেছিলেন, খুব শীঘ্রই বিয়ে করব আমরা৷ সময় পেলেই ছুটি কাটাতে বিদেশে ঘুরতে গিয়েছিলেন তারা৷ লিভ-ইনের খবরও শোনা গিয়েছিল তথাগতর সঙ্গে৷ এই মুহূর্তে একগুচ্ছ কাজ রয়েছে ঋতাভরীর কাছে।গত বছর অসুস্থ থাকার জন্য সেভাবে কাজ করতে পারেননি। এবার একসঙ্গে বেশ কয়েকটি কাজ করছেন ঋতাভরী। অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত নতুন ছবি 'ফাটাফাটি'-তে কাজ করতে চলেছেন ঋতাভরী। যেখানে আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা যাবে। ছবিতে প্লাস সাইজের মডেলের চরিত্রে দেখা যাবে তাকে।
