TRENDING:

পাকিস্তানে অভিনেত্রী জেবাকে নিয়মিত মেসেজ করতেন ঋষি! কী লিখতেন?

Last Updated:

হেনা ছবিতে ঋষি কাপুরের বিপরীতে জেবা বখতিয়ার আলাদা করে নজর কেড়েছিলেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সালটা ১৯৯১ ৷ রাজ কাপুর বলিউডে নিয়ে আসলেন পাকিস্তানের জেবা বখতিয়ারকে ৷ ছবির নাম হেনা ৷ শোনা যায়, বিমানসেবীকা জেবাকে প্লেনে দেখেই পছন্দ করেছিলেন রাজ কাপুর৷ তবে পুরো ছবিটা শেষ করার আগেই মারা যান তিনি  ৷ বাদ বাকি ছবির দায়িত্ব নিয়েছিলেন রণধীর কাপুর ৷
advertisement

হেনা ছবিতে ঋষি কাপুরের বিপরীতে জেবা বখতিয়ার আলাদা করে নজর কেড়েছিলেন ৷ প্রশংসাও পেয়েছিলেন ভারতীয় দর্শকদের ৷ তবে বলিউডে বেশি ছবি করা হয়নি তাঁর৷ তাই  নিজের দেশ পাকিস্তানেই ফিরে যেতে হয় জেবাকে ৷

ঋষি কাপুরের মৃত্যুর খবর শুনে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েন জেবা ৷ এক ইংরেজি ওয়েবসাইটকে সাক্ষাৎকার দিতে গিয়ে জেবা বলেন, ‘আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল ঋষির৷ ফোনে, মেসেজে কথাও বলতাম ৷ পুরনো কথা সব মনে পড়ে যাচ্ছে ৷ ভাবতেও পারছি না ঋষি নেই ৷’

advertisement

জেবার কথায়, ‘তখন আমি একেবারেই নতুন এই ইন্ডাস্ট্রিতে৷ কিন্তু হেনার শ্যুটিংয়ে আমি সেটা বুঝতেই পারিনি৷ ঋষি সব সময় মজা করতেন, হাসাতেন ৷ এরকম একটা মানুষের এরকম মৃত্যু মেনে নিতে পারছি না ৷ খুবই মিস করবো ঋষির ফোন, মেসেজ ৷’

জেবা জানান, ‘যখনই রণবীর কাপুরের সিনেমা মুক্তি পেত, তখনই আমাকে ঋষি ফোন বা মেসেজ করে জানাত ৷ আমিও ছবি দেখে ঋষিকে জানাতাম ছবির কথা... ৷ খুব খুশি হতো ৷ রণবীরকে নিয়ে খুব বড় স্বপ্ন ছিল ঋষির ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদীতে পারে উৎসব! ঝাঁকে ঝাঁকে মানুষ ছুঁটছে নদীর দিকে! কারণ শুনলে চমকে উঠবেন
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
পাকিস্তানে অভিনেত্রী জেবাকে নিয়মিত মেসেজ করতেন ঋষি! কী লিখতেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল