হ্যাঁ, যুগই বটে ৷ যাকে বলে রোমান্টিকতার যুগ ! ঋষি কাপুর ছিলেন বলিউডের চকোলেট হিরো, রোমান্টিক নায়ক, সবার প্রিয় ‘চিন্টু’ ৷ ফোলা ফোলা ফর্সা গাল ৷ ছোট্ট চোখ আর মিষ্টি হাসি ৷ তা দেখেই ফ্ল্যাট হতেন মেয়েরা ৷ অল্প করে গালে টোলও পড়ত ঋষির, আর সেই গালের টোলই একসময় পর্দার সুপারহিট ফান্ডা ৷ এমন কোনও নায়িকা নেই বলিউডে, যার সঙ্গে অভিনয় করেননি ঋষি ৷ তাঁকে তো এক সময় বলা হতো নায়িকা লঞ্চার ! নব্বইয়ের দশকে একের পর এক নতুন নায়িকার সঙ্গে জুটি বেঁধেছেন ঋষি ৷ দিব্যা ভারতী, টাব্বু, রবিনা ট্যান্ডন, জুহি চাওলা, মণীশা কৈরালা, আয়েশা জুলকা লম্বা তালিকা...আর তার আগে নীতু সিং, পদ্মিণী কোলাপুরি, টিনা মুনিম, শ্রীদেবী, মাধুরী, জয়া প্রদা, মীনাক্ষি শেষাদ্রি একের পর এক নাম ৷
advertisement
রোমান্টিকতাই তাঁর ছবির মূল ছিল ৷ তাই তো বক্স অফিসে তাঁর প্রত্যেকটি ছবি বাম্পার হিট ৷ এমনকী, ঋষির লিপে বলিউড পেয়েছে বেশ কিছু সেরা প্রেমের গান ৷
সিনেমায় আসাটা পুরোটাই বাবা রাজ কাপুরের হাত ধরে ৷ তবে তখন তিনি শিশু শিল্পী ৷ ১৯৭০ সালে মুক্তি পায় রাজ কাপুরের ‘মেরা নাম জোকার’ ৷ এই ছবিতে রাজ কাপুরের ছোটবেলার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল ঋষি কাপুরকে ৷ মেরা নাম জোকারে অভিনয়ের জন্য পেয়েছিলেন জাতীয় পুরস্কারও ৷ তবে নায়ক হয়ে ঋষি বলিউডে আসেন ১৯৭৪ সালে ৷ ছবির নাম ‘ববি’ ৷ ডিম্পল কাপাডিয়ার সঙ্গে জুটি বেঁধে সেই ছবি সব রেকর্ড ভেঙে দিয়েছিল সেই সময় ৷ এর পর রোমান্টিক ছবি মানেই ঋষি কাপুরের নাম প্রথম তালিকায় ৷
এরপর লয়লা মজনু, রফু চক্কর, সরগম, কর্জ, প্রেম রোগ, নাগিনা, চাঁদনি, হেনা, বোল রাধা বোল, খেল খেল মে, অমর আকবর অ্যান্টনি, সাগর, গুরুদেব, দারার, অনেক পরে নমস্তে লন্ডন, হাম তুম, লাভ আজ কালের মতো ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে ৷ মোট ১৫১ টি ছবিতে অভিনয় করেছেন ঋষি ৷ সম্প্রতি তাঁকে দেখা গিয়েছিল অমিতাভের সঙ্গে জুটি বেঁধে ১০২ নট আউট ছবিতে, দেখা গিয়েছিল তাপসী পান্নুর সঙ্গে ‘মুল্ক’ ছবিতেও ৷ মুল্কে অভিনয়ের জন্য প্রশংসাও পেয়েছিলেন ঋষি ৷ এমনকী, খল চরিত্রে অভিনয় করে হৃত্বিক রোশনের অগ্নিপথ ছবিতেও নজর কেড়েছিলেন ঋষি ৷ রাজমা চাওল নামক এক ওয়েব ফিল্মেও দেখা যায় তাঁকে ৷
রাজ কাপুরের মৃত্যুর পর আর কে ব্যানারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন ঋষি ৷ আর কে ব্যানারের হয়ে পরিচালনা করেন ‘আ অব লট চলে’ ছবিটি ৷
বরাবরই খোশমেজাজে থাকতেন ঋষি কাপুর ৷ জানা গিয়েছে, মুম্বইতে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসক ও নার্সদের সঙ্গে রসিকতা করতেন ৷ সেই হাসি মুখটা আজ হারিয়ে গেল ৷ ভারতীয় সিনেমাকে দিয়ে গেলেন অনেক কিছু, যার মধ্যে দিয়েই অমর হয়ে থাকবেন তিনি ৷
মু্ম্বইয়ে স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা ৷ বয়স হয়েছিল ৬৭ ৷
বুধবার সকালেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ঋষি কাপুর ৷ চিকিৎসকের কথায় তাঁকে ভর্তি করা হয়েছিল মুম্বইয়ের হাসপাতালে ৷ সঙ্গে ছিলেন ঋষি কাপুর পত্নী নীতু কাপুরও ৷
নিউজ১৮-এর পক্ষ থেকে রইল শ্রদ্ধা ৷