TRENDING:

চুরি করেন ওয়াইন গ্লাস ! বিতর্কে পপ গায়িকা

Last Updated:

গোটা স্টুডিও থ ! একী শুনছেন? নিজের কানে যেন বিশ্বাসই করতে পারছেন না কেউ-ই ৷ রিহানার মতো পপ গায়িকা নাকি ওয়াইন গ্লাস চুরি করেন !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নিউইয়র্ক: গোটা স্টুডিও থ ! একী শুনছেন? নিজের কানে যেন বিশ্বাসই করতে পারছেন না কেউ-ই ৷ রিহানার মতো পপ গায়িকা নাকি ওয়াইন গ্লাস চুরি করেন !
advertisement

কাণ্ডটা হল, আসলে জনপ্রিয় পপ গায়িকা রিহানার রয়েছে ক্লেপ্টোম্যানিয়া রোগ ৷ আর এই রোগের ঠেলাতেই নাকি রিহানা রেস্তোরাঁ থেকে চুরি করেন ওয়াইন গ্লাস ৷ তবে এ ঘটনা কোনও গুঞ্জন নয়, বরং রিহানার সামনেই তাঁর এই চুরির ভিডিও দেখিয়ে, হাটে হাড়ি ভাঙলেন ‘দ্য গ্রাহাম নর্টান’-শোয়ের সঞ্চালক ৷ টক শোতে ডেকে এ ধরণের অভিযোগ তুলে রীতিমতো অপ্রস্তুতে ফেলে দিলেন রিহানাকে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

টক শোতে রিহানার একের পর এক গ্লাস চুরির ছবি দেখানো হয় ৷ প্রথমে ব্যাপারটায় খুব একটা পাত্তা না দিলেও, ছবি দেখার পর কিছুটা হলেও কপালে চিন্তার ভাঁজ পড়ে রিহানার ৷ একটু বিব্রতও হয়ে পড়েন পপ গায়িকা ৷ রিহানার মধ্যে অপরাধ প্রবণতা রয়েছে বলে দাবি করেন তিনি। সেই সঙ্গে অনুষ্ঠানে অংশ নেওয়া অন্যদের রিহানা সম্পর্কে সতর্কও করে দেন গ্রাহাম।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
চুরি করেন ওয়াইন গ্লাস ! বিতর্কে পপ গায়িকা