দাশরথী রায় এর কথায়-সুরে গানটি একটি প্রচলিত আগমনী গান। পুজো আসার আমেজ গানে ধরা পড়ল ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে,সঙ্গে গাইলেন তাঁর ছাত্রীরা ইন্দ্রাণী বসু,শুভ্রা চৌধুরী, শর্মিলা গুহ, অনুপমা সরকার।
পঞ্চকবির গানের পাশাপাশি ঋদ্ধি পুরাতনী বাংলা গান, বাংলা নাটকের গানও দেশে-বিদেশে পরিবেশন করেন। ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় জানান," বাংলার পুরনো গান নতুন প্রজন্মের কন্ঠে ধরা থাক।এই চর্চার জন্য এমন গান প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকবে।আমাদের পরবর্তী প্রজন্মের এই গান সম্পর্কে জানা প্রয়োজন।"
advertisement
ঋদ্ধি আরও বলেন,"আমাদের অ্যাকাডেমি থিয়েটারের আর্কাইভে এমন অনেক গান আছে যা নিয়ে গবেষণামূলক কাজ করা হয়ে থাকে।গান গাওয়ার পাশাপাশি গবেষণার দিকটাও আমরা গুরুত্ব দিই।এতে গানের নেপথ্যে থাকা বহু অজানা তথ্য জানা যায়।" গানটি ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় মিউজিক অ্যাকাডেমির ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছে।
SREEPARNA DASGUPTA