পুত্রসন্তানের জন্ম দিলেন বলি নায়িকা সোনম এবং ব্যবসায়ী আনন্দ আহুজা। সোনমের মা সুনিতা কাপুর ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন। দাদু হওয়ার আগে থেকেই আনন্দে আত্মহারা ছিলেন অনিল কাপুর। কাপুর পরিবারে খুশির হাওয়া।
আরও পড়ুন: 'ভুঁয়ো কাস্টিং এজেন্ট'-এর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ হলেন একতা
আজ সেই খুশি ছড়িয়ে পড়ল দর্শকদের মাঝেও। সম্প্রতি, সোনম কাপুরের বোন রিয়া কাপুর সোশ্যাল মিডিয়ায় পুত্রসন্তানের ছবি শেয়ার করেছেন। সেইখানে একটা আবেগপূর্ণ ক্যাপশন রয়েছে। তাতে লেখা, "রিয়া মাসি ঠিক নেই। কিউটনেস খুব বেশি। মুহূর্তটি অবাস্তব। আমি তোমাকে ভালোবাসি @সোনামকাপুর সবচেয়ে সাহসী মা এবং @আনন্দহুজা সবচেয়ে প্রেমময় বাবা। বিশেষ উল্লেখ নতুন দিদাকে @kapoor.sunita #mynephew #everydayphenomenal." একে একে মালাইকা আরোরা, মিরা কাপুর, ভূমি পেডনেকর, খুশি কাপুর, সানায়া কাপুর থেকে আরও অনেকে কমেন্টে শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে।
আরও পড়ুন: 'অযৌক্তিক বিদ্বেষপূর্ণ মন্তব্য' মনোনয়ন থেকে কঙ্গনার নাম সরাল ফিল্মফেয়ার! আদালতে যাবেন নায়িকা
প্রসঙ্গত, সাড়ে আট মাসের মাথাতেই মা হলেন অনিল-কন্যা। গত মার্চ মাসেই অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করেছিলেন অভিনেত্রী। লন্ডনের বাড়িতে সোনমের সাধের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেকেই। এ বার সেই অপেক্ষার অবসান। ঘরে এল একরত্তি ছেলে।