পরিচালক মোস্তফা ফারুকীর স্ত্রী অভিনেত্রী নুসরত ইমরোজ তিশা সোমবার গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় এই খবর সকলকে জানিয়েছেন৷ তিশা ফেসবুকে লেখেন-‘আজ সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তার এর কাছে নিতেই ডাক্তার বলল সিটিস্ক্যান করতে। করা হলো । ছোট একটা ব্রেইন স্ট্রোক হয়েছে ফারুকীর। নিউরো আইসিইউ-তে অবজারভেশনে আছে তিনি এখন। সবাই মোস্তফা ফারুকীর জন্য প্রার্থনা করুন।’ ঝড়ের গতিতে এই পোস্ট নিমেষে ভাইরাল হয়েছে৷
advertisement
আরও পড়ুন- একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা
আরও পড়ুন- স্পষ্ট ‘বেবিবাম্প’! বিয়ের ১০ মাসেই ঘটা করে সাধ খেলেন মোহর, হবু মা-কে আলিঙ্গন দুর্নিবারের, রইল ছবি
বাংলাদেশের চলচ্চিত্র জগতে অতি পরিচিত একটি নাম মোস্তফা ফারুকী৷ শুধু তাই নয়, আন্তর্জাতিক সিনেমাজগতেও ব্যাপক পরিচিতি রয়েছে তাঁর৷ সম্প্রতি বাংলাদেশে মুক্তি পেয়েছে তাঁর পরিচালিত ছবি ‘শনিবার বিকেল’৷ এছাড়াও ভারতে বাংলা ছবি ‘ডুব’-তাঁরই পরিচালিত৷ ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেতা ইরফান খান এবং পার্নো মিত্র৷ ‘নো ম্যানস্ ল্যান্ড’ নামেও একটি হিন্দি ছবি তৈরি করেছেন মোস্তফা, এইন ছবিতেও নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনয় করেছেন৷
উল্লেখ্য, বাংলাদেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মেও দুটি ছবি তৈরি করার কথা ঘোষণা করেছিলেন পরিচালক৷ ছবির মুখ্য চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী৷ সমস্ত ভক্তরাই পরিচালকের দ্রুত সুস্থতা কামনা করেছেন৷