এরই মাঝে রবিনা ট্যান্ডন বলিউডে স্বজনপোষণ নীতি নিয়ে মুখ খুলেছেন তিনি জানিয়েছেন যে স্বজনপোষণ নীতির শিকার হয়েছিলেন স্বয়ং তিনিও ৷ বলিউডের মস্ত মস্ত গার্ল রবিনা ট্যান্ডন ইনস্টাগ্রামে সুশান্ত সিং রাজপুতের প্রতি শ্রদ্ধা জানিয়েছিলেন তাঁর মৃ্ত্যুর পরে ৷ হিন্দুস্থান টাইমসের একটি প্রতিবেদনের মাধ্যমে জানতে পারা গিয়েছে রবিনা ট্যান্ডন আবেদন করেছেন 'এই ধরনের মানসিকতা বন্ধ হোক ৷ কারোর বিরুদ্ধে অভিযোগ করাটা অত্যন্ত কঠিন বিশেষত বলিউডে ৷ মানুষ সবাই একই রকমের ভাবছেন ৷ তবে যে ছেলেটি চলে গিয়েছে কত দুঃখ, যন্ত্রণা ও অপমান বুকে চেপে রেখে ৷'
রবিনা ট্যান্ডন আরও জানিয়েছেন 'আমি জানি এখানে রাজনীতি হয়, যেমন কিছু খারাপ মানুষ আছে, তেমনই ভাল মানুষও আছেন, বেশ কিছু মানুষ এমনও আছেন, আপনি কী করে ব্যর্থ হন সেটিরও প্রচেষ্টা করা হয়ে থাকেন করে থাকেন পরিকল্পনাও, আমিও এই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি, আমাকে বহু মানুষ অপমান করেছে, ছবি থেকে বের করে দেওয়া হত ৷' রবিনাকেও এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল, 'ইন্ডাস্ট্রিতে অনেক মানুষ আছেন ৷ বিশেষত হাই প্রোফাইল গ্ল্যামারে পরিপূর্ণ পেশায় কাজ করি, তবে এই সমস্ত বিষয় চেপে রাখা যায়না একদিন না একদিন সেই সত্য প্রকাশিত হবেই হবে ৷'