আরও পড়ুনঃ ‘ওঁর সঙ্গে কাঁদতেও ভাললাগে…’, নিজেদের গল্প ভাগ করলেন সন্দীপ্তা, বিয়ের ভিডিওতে ঠাসা চমক
ব্যস্ত সময়সূচি সত্ত্বেও, রশ্মিকা ‘অ্যানিম্যাল’-এর সাকসেস পার্টিতে উপস্থিত হয়েছিলেন মুম্বইতে। সূত্রের খবর, রশ্মিকা, বর্তমানে পুষ্পা ২- ছবির একটি গানের শুটিং করছেন। তাই, তাঁকে নির্মাতাদের কাছ থেকে দু-একদিনের বিরতির জন্য বিশেষ অনুমতি নিয়ে মুম্বই গেছেন।
advertisement
‘অ্যানিম্যাল’ সিনেমায় রণবীর ও রশ্মিকার রোম্যান্স দর্শকদের নজর কেড়েছিল। তাই, সাকসেস পার্টিতে উপস্থিত থাকতে একদিনের জন্য মুম্বইতে যান অভিনেত্রী। এবং পরেরদিন অবিলম্বে হায়দ্রাবাদে ফিরে পুনরায় তাঁর শুটিং শুরু করেন।
‘অ্যানিম্যাল’-এ গীতাঞ্জলি চরিত্রটি শুধু দর্শকদের মধ্যেই গভীরভাবে প্রভাব ফেলেনি বরং ছবিটির সাফল্যেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। সাকসেস পার্টিতে উপস্থিত ছিলেন রণবীর কাপুর, তাঁর স্ত্রী আলিয়া ভাট, তাঁর মা নীতু কাপুর ও শ্বশুর মহেশ