আরও পড়ুন: রণবীরই আমার স্বপ্নের সহ-অভিনেতা: বানি কাপুর
আমরা সকলেই কফি উইথ করণের বেশ কিছু প্রোমো দেখেছি। এবং সেগুলি নিয়ে নেটিজেনদের মধ্যে ইতিমধ্যেই শোরগোল পরে গিয়েছে। তারমধ্যে একটা জিনিস আমাদের বিশেষ ভাবে চোখে পড়েছে।
করণ জোহর আলিয়াকে ৩০ সেকেন্ডের মধ্যে তার বিয়ের বিষয়ে কথা বলতে বলেন কিন্তু তিনি প্রশ্নটি না বুঝেই কথা বলতে শুরু করেন। তিনি বলেন, "করণ জোহর কখন বিয়ে করবেন..."। তাঁকে তখবনই কেজো বাধা দেন। ঘটনার পরে করণ জোহর এবং রণবীর সিং দুজনেই হাসেন। পরবর্তীতে আলিয়া ভাটকে "জিনিয়াস অব দ্য ইয়ার" বলে ডাকেন রণবীর।
advertisement
আরও পড়ুন: হাম্পটি শর্মা কি দুলহানিয়ার ৮ বছর! সিদ্ধার্থ শুক্লাকে নিয়ে আবেগে ভাসলেন বরুণ
এই প্রথম নয় যে আলিয়া ভাট ট্রোলড হয়েছেন, কফি উইথ করণের একটি পর্বে আলিয়া বরুণ ধাওয়ান এবং সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে এসেছিলেন। ব্যাকফায়ার রাউন্ডের সময় যখন তাঁকে ভারতের রাষ্ট্রপতির নাম জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি পৃথ্বীরাজ চৌহান উত্তর দিয়েছিলেন। তিনি এর জন্য বেশ ট্রোলড হয়েছিলেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে বর্তমান সময়ের অন্যতম সফল অভিনেত্রী হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। বি-টাউনে ডার্লিং তিনি।