বিভিন্ন সাক্ষাৎকারে রণবীর বহুবার দাবি করেছেন যে তাঁর পরিবারের কেউ অভিনয়ের সঙ্গে যুক্ত নয়। তবে তাঁর সঙ্গে সোনম কাপুর বা অনিল কাপুরদের পরিবারের যে একটি আত্মীয়তা আছে তা ইতিমধ্যেই অনেকে জানেন। কিন্তু রণবীরের ঠাকুমা ছিলেন অভিনেত্রী, একথা জানেন কি?
আরও পড়ুন: ডিপ্রেশনের শিকার আমির কন্যা! ‘পরিবারেও আছে মানসিক স্বাস্থ্যের সমস্যা’, কেন বললেন ইরা?
advertisement
রণবীরের ঠাকুমা চাঁদ বুরকে ছিলেন অভিনেত্রী৷ রাজ কাপুরের ‘বুট পলিশ’ ছবিতে প্রথমবার হিন্দি ছবিতে অভিনয় করেন চাঁদ বুরকে৷ তবে তাঁর অভিনয় জীবনের শুরু হয় আরও আগে৷ লাহোর ফিল্ম ইন্ডাস্ট্রিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন তিনি৷ পরে বহু পঞ্জাবি ছবিতেও কাজ করেন৷
অভিনেত্রী চাঁদ বুরকের প্রথম স্বামী ছিলেন ফিল্ম-রাইটার নিরঞ্জন৷ তবে ১৯৫৪ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়৷ এরপর ১৯৫৭ সালে তিনি সুন্দর সিং ভাবনানিকে বিয়ে করেন৷ সুন্দর সিং ভাবনানিই হলেন রণবীরের দাদু৷ চাঁদ বুরকে এবং সুন্দর সিং ভাবনানির দুই সন্তান, একটি ছেলে এবং একটি মেয়ে৷ তাঁদের ছেলে জগজিৎ সিং হলেন রণবীরের বাবা৷ অভিনেত্রী চাঁদ বুরকে চেয়েছিলেন তাঁর ছেলে অভিনেতা হোক৷ ছেলে না হলেও নাতি তাঁর স্বপ্ন পূরণ