TRENDING:

Koffee With Karan 7: "সুহাগ রাত বলে কিছু হয় না", আলিয়ার উত্তরে নিজের বিয়ের রাত নিয়ে এ কী বললেন রণবীর?

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: কফি উইথ করণের সপ্তম সিজন নিয়ে নেটিজেনদের মধ্যে চর্চা এখন তুঙ্গে। তার প্রথম সিজন প্রকাশিত হল গতকাল ৭ জুলাই। সেখানে অতিথি ছিলেন রণবীর সিং এবং আলিয়া ভাট। তাঁদের একটার পর একটা মশলাদার কথা ইতিমধ্যেই সারা ফেলে দিয়েছে অনুরাগীদের মধ্যে। নিজ নিজ বিয়ের অভিজ্ঞতা শেয়ার করেন অভিনেতারা। সেখানে 'ডার্লিং' আলিয়া বলেছেন, "সুহাগ রাত বলে কিছু হয় না, আপনি ক্লান্ত থাকেন ওদিন"। তার উত্তরে রণবীর যা বললেন, তাতে সেখানে উপস্থিত সকলে লজ্জায় লাল হয়ে যান তখন।
advertisement

আরও পড়ুন: কফি উইথ করণের সপ্তম সিজনে কোন কোন অতিথিকে দেখা যাবে? জেনে নিন

রণবীর আলিয়ার কথা শেষ হতে না হতেই বলে বসেন, তিনি তাঁর বিয়ের রাতে যৌনমিলন করেছিলেন। এর উত্তরে করণ বলেন যে তিনি কি তবে ক্লান্ত হননি। স্বতঃস্ফূর্তভাবেই তিনি বলেন, 'না, আমি খুব চালু ছিলাম'। এই শোতে অন্য একটি বিভাগে, রণবীর স্বীকারও করেন যে তাঁর বিভিন্ন ধরণের যৌনতার জন্য বিভিন্ন প্লেলিস্ট রয়েছে। তা তিনি অভিনয় করেও দেখান কিছুটা।

advertisement

আরও পড়ুন: রণবীর সিংকে আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়া হয়েছিল বোম্বে ভেলভেট থেকে, কার জন্য জেনে নিন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সম্প্রতি রণবীর-আলিয়ার সিনেমা রকি অউর রানি কি প্রেম হলে আসতে চলেছে। তার প্রচারেই অভিনেতা যুগল এসেছিলেন করণের শোতে। তবে তাঁদের এই এপিসোডকে ঘিরে বলিপাডা়য় উত্তেজনা ছিল তুঙ্গে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Koffee With Karan 7: "সুহাগ রাত বলে কিছু হয় না", আলিয়ার উত্তরে নিজের বিয়ের রাত নিয়ে এ কী বললেন রণবীর?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল