তবে রণবীর যে সত্যিই ছেলে মানুষ(Ranveer Singh-Deepika Padukone)। অনেকটা শিশু সুলভ। তা তাঁর কাণ্ড দেখলেই বোঝা যায়। কখনও মাঝ রাস্তায় নেমে হঠাৎ নেচে ফেলেন তিনি। আবার কখনও পার্টিতে শাশুড়িকে নিয়ে নাচে মত্ত হন। নানা রকম পোশাক পরে সকলের নজর কাড়েন তিনি। তবে অভিনয়টা তাঁর একেবারে নখদর্পণে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক টি ভিডিও ভাইরাল হয়েছে(Ranveer Singh-Deepika Padukone)। সেখানে দেখা যাচ্ছে রাতের অন্ধকারে নিজেদের গাড়িতে করে লং ড্রাইভে বেড়িয়েছেন দীপিকা ও রণবীর। তারপর দেখা যাচ্ছে গাড়ির সিটে বসেই পাগলের মতো নেচে চলেছেন দু'জনে। নাচ থামার নামই নেই। আবার গানও গাইছেন তাঁরা। এই ভিডিও দেখেই সকলে বলতে শুরু করেছেন তাঁরা শুধু স্বামী-স্ত্রী নয় একে অপরের জন্য একদম পারফেক্ট।
আরও পড়ুন: মা অমৃতার মধ্যেই নিজেকে খুঁজে পান সারা ! অমৃতাই তাঁর আয়না
রণবীর সিং প্রথম থেকেই দীপিকাকে নিয়ে খুব আবেগপ্রবন(Ranveer Singh-Deepika Padukone)। মাঝে মধ্যেই দেখা গিয়েছে ভিড়ের মাঝে কী ভাবে তিনি আগলে রেখেছেন দীপিকাকে। এমনকি ড্রাগ কেসে যখন জেরা করা হয় দীপিকাকে। সে সময় রণবীর নিজেও জেরায় থাকতে চেয়েছিলেন। দীপিকাকে একা ছাড়তে চাননি। যদিও শেষ পর্যন্ত একাই যেতে হয় দীপিকাকে। রণবীরের আগেও দীপিকার জীবনে বেশ কিছু প্রেম রয়েছে। তাঁদের মধ্যে অন্যতম রণবীর কাপুর। কিন্তু সে সব প্রেম স্থায়ী হয়নি। তবে দীপিকাকে কাছ ছাড়া করেননি সিং বাবু। তাঁদের প্রেম দেখে মুগ্ধ গোটা বলিউড। তারিফ করেছেন নেটিজেনরাও।