জানা যাচ্ছে, মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে হাঁটুতে অস্ত্রোপচার হবে রণদীপের (Randeep Hooda)। ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি হয়ে গিয়েছেন তিনি। ওয়েব সিরিজের সহ অভিনেতা অমিত সিলাইয়ের সঙ্গে একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করছিলেন রণদীপ। তখনই চোট পান অভিনেতা।
advertisement
তবে এই প্রথম নয়। এর আগেও ২০২১ এ এই একই হাঁটুতে চোট পেয়েছিলেন রণদীপ (Randeep Hooda)। সেই সময়ে সলমন খানের সঙ্গে রাধে ছবির শ্যুটিং করছিলেন তিনি। ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে সেই খবর জানিয়েছিলেন রণদীপ। অভিনেতা লিখেছিলেন, "১৯৭৬ সাল থেকে আমায় রক্ষা করছেন যিনি, তিনি আমার বাবা, বন্ধু, শিক্ষক। সে আমি যেখানেই থাকি না কেন। হ্যাপি বার্থডে বাবা ডক্টর রণবীর সিং হুডা। তিনি আমার হাঁটু পরীক্ষা করছেন যেখানে আমি চোট পেয়েছি রাধে ছবির শ্যুটিং এর সময়ে।"
জানা যাচ্ছে ওয়েব সিরিজের শ্যুটিং শেষ করে তবেই অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা। কাজের দিক থেকে আগামীতে বেশ কিছু কাজ আছে অভিনেতার হাতে। নেটফ্লিক্সে তাঁর ছবি 'CAT' মুক্তি পাবে। এছাড়া ইলিয়ানা ডিক্রুজের সঙ্গে ইলিয়ানা ডিক্রুজের সঙ্গে ছবিতে অভিনয় করবেন।