TRENDING:

ট্যুইটারে চশমাবন্দি ক্যাট-রণবীর !

Last Updated:

বার বার খবরে আসছেন রণবীর-ক্যাট ৷ কখনও চুমু, তো কখনও কাপুর বংশে বিন্দাস এন্ট্রি ৷ কখনও আবার হাত ধরে রেস্তোরাঁয় ঘোরাফেরা ৷ তাহলে কি, শুভ সংবাদ আসতে চলেছে কাপুর ফ্যামিলিতে ? নতুন বছরেই কি তাহলে চার হাত এক হবে রণবীর-ক্যাটের !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বার বার খবরে আসছেন রণবীর-ক্যাট ৷ কখনও চুমু, তো কখনও কাপুর বংশে বিন্দাস এন্ট্রি ৷ কখনও আবার হাত ধরে রেস্তোরাঁয় ঘোরাফেরা ৷ তাহলে কি, শুভ সংবাদ আসতে চলেছে কাপুর ফ্যামিলিতে ? নতুন বছরেই কি তাহলে চার হাত এক হবে রণবীর-ক্যাটের ! সে তো বলবে সময়, তার আগেই নিজেদের উলটে পালটে সবার সামনে নিজেদের নিয়ে আসছেন রোজ রোজ৷ আর সেই যাওয়া আসা, রণবীর আনন্দে আপলোড করছেন নিজের ট্যুইটারে ! ব্যাপারটা একটু স্পষ্ট করে বলা যাক ৷
advertisement

বহুদিন ধরেই শ্যুটিং ফ্লোরে তুমুল ব্যস্ততায় কাজ চলছে অনুরাগ বসু-র নতুন ছবি ‘জগ্গা জাসুস’-এর ৷ আপাতত, সিনেমার বেশির ভাগ শ্যুটিংয়ের কাজ শেষ ৷ জুন মাসেই মুক্তি পেতে পারে এই ছবি ৷ সেই ছবিরই একটা শ্যুটিং স্টিল আপলোড করলেন রণবীর ৷ আর সেই ছবি নিয়ে আপাতত গুঞ্জন বলিউডে ৷ লোকের কথায়, এই প্রথম রণবীর, ক্যাটরিনার ছবি নিজে হাতে পোস্ট করলেন ট্যুইটারে ৷ ‘আজব প্রেম কি গজব কাহানি’র পর এই ছবিতে আবার জুটি বাঁধবে রণবীর-ক্যাট ৷ সেই উৎসাহের চোটেই নাকি ফটাফট ছবি আপলোড করছেন রণবীর ৷ তবে রণবীর ট্যুইট করে জানিয়েছেন, ‘২০১৫ -এর লুকটা ছিল একরকম, আর ২০১৬-এর লুকটা অন্যরকম ৷ সঙ্গে আমার গোয়েন্দা পার্টনার ক্যাটরিনা কাইফ !’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গণেশের চায়ের দোকানে উপচে পড়া ভিড়, এখানে চায়ের সঙ্গে ‘টা’ ফ্রি, আড্ডা মারার অভিনব সঙ্গী
আরও দেখুন
বাংলা খবর/ খবর/বিনোদন/
ট্যুইটারে চশমাবন্দি ক্যাট-রণবীর !