TRENDING:

Ranbir Kapoor in Kolkata: আরও বাঙালি পরিচালকদের সঙ্গে কাজের ইচ্ছা আছে, রণবীর তালিকা জানালেন নিউজ18 বাংলাকে

Last Updated:

Ranbir Kapoor in Kolkata: অয়ন আর অনুরাগের সঙ্গে রণবীর একাধিক ছবিতে কাজ করেছেন, করবেনও। কিন্তু আর কোন কোন বাঙালি নির্দেশকের সঙ্গে জুটি বাঁধার ইচ্ছে আছে তাঁর?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কলকাতায় রণবীর কাপুর। ‘তু ঝুটি ম্যায় মক্কর’ ছবির প্রচারে শহরে এসে সাংবাদিকদের মুখোমুখি হলেন বলি তারকা। লাভ রঞ্জনের ছবির হাত ধরে চেনা ছকে ফিরছেন রণবীর। ফের বহু দিন পর রোম্যান্টিক কমেডি ছবিতে দেখা যাবে তাঁকে। বিপরীতে শ্রদ্ধা কাপুর। কলকাতায় এসে সেই ছবি নিয়ে কথা বলতে গিয়ে স্ত্রী আলিয়া ভাট, মেয়ে রাহা কাপুরের সঙ্গে দৈনন্দিন জীবনের খুঁটিনাটিও জানালেন তিনি। মেয়ে সদ্যই হাসতে শিখেছে। ছবির প্রচারে বিভিন্ন শহরে ঘুরতে হচ্ছে বলে মেয়ের কাছে থাকতে পারছেন না রণবীর। মন খারাপ বলি তারকার। কিন্তু মেয়ের কথা উঠতেই আনন্দে ঝলমল করে উঠল রণবীরের চেহারা।
advertisement

অয়ন মুখোপাধ্যায়, অনুরাগ বসুর মতো বাঙালি পরিচালকদের সঙ্গে যোগসূত্র আজকের নয়। রণবীর এই দুই বাঙালি পরিচালকের সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন, করবেনও। কিন্তু আর কোন কোন বাঙালি নির্দেশকের সঙ্গে জুটি বাঁধার ইচ্ছে আছে তাঁর? নিউজ18 বাংলার প্রশ্নে উত্তর দিলেন রণবীর কাপুর।

আরও পড়ুন: আচমকাই মুক্তির দিন বদল! কবে পর্দায় আসছে রণবীর-শ্রদ্ধার 'তু ঝুটি ম্যায় মক্কার'

advertisement

আরও পড়ুন: 'আলিয়াকে চেনা দায়'! প্লাস্টিক সার্জারি করিয়েছেন রণবীর-ঘরনি? উত্তাল চারদিক

তাঁর কথায়, ‘‘কত ভাল ভাল বাঙালি পরিচালক রয়েছেন। সুজয় ঘোষের কথা প্রথমেই মাথায় আসছে।’’ তার পর বাঙালি পরিচালকদের নাম চাইলেন সকলের কাছ থেকেই। দেখা গেল, বাঙালি পরিচালকদের তালিকা মোটেও ছোট নয়। কাজ করতে চান অনেকের সঙ্গেই। রয়েছেন, সুজিত সরকার, অনিরুদ্ধ রায়চৌধুরী, সৃজিত মুখোপাধ্যায়ও। তাঁর কথায় জানা গেল, সুজিতের সঙ্গে একাধিক চিত্রনাট্য নিয়ে কথাবার্তা হয়েছে তাঁর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

তবে একইসঙ্গে তাঁর বক্তব্য, ‘‘এরকম নয় যে আমি কেবল বাঙালি পরিচালকদের সঙ্গেই কাজ করতে চাই। আমি সব পরিচালকের সঙ্গেই কাজ করতে চাই। যদি ভাল চিত্রনাট্য, চরিত্র আসে আমার কাছে, তখন আর অন্য কিছু দেখি না।’’

বাংলা খবর/ খবর/বিনোদন/
Ranbir Kapoor in Kolkata: আরও বাঙালি পরিচালকদের সঙ্গে কাজের ইচ্ছা আছে, রণবীর তালিকা জানালেন নিউজ18 বাংলাকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল