অয়ন মুখোপাধ্যায়, অনুরাগ বসুর মতো বাঙালি পরিচালকদের সঙ্গে যোগসূত্র আজকের নয়। রণবীর এই দুই বাঙালি পরিচালকের সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন, করবেনও। কিন্তু আর কোন কোন বাঙালি নির্দেশকের সঙ্গে জুটি বাঁধার ইচ্ছে আছে তাঁর? নিউজ18 বাংলার প্রশ্নে উত্তর দিলেন রণবীর কাপুর।
আরও পড়ুন: আচমকাই মুক্তির দিন বদল! কবে পর্দায় আসছে রণবীর-শ্রদ্ধার 'তু ঝুটি ম্যায় মক্কার'
advertisement
আরও পড়ুন: 'আলিয়াকে চেনা দায়'! প্লাস্টিক সার্জারি করিয়েছেন রণবীর-ঘরনি? উত্তাল চারদিক
তাঁর কথায়, ‘‘কত ভাল ভাল বাঙালি পরিচালক রয়েছেন। সুজয় ঘোষের কথা প্রথমেই মাথায় আসছে।’’ তার পর বাঙালি পরিচালকদের নাম চাইলেন সকলের কাছ থেকেই। দেখা গেল, বাঙালি পরিচালকদের তালিকা মোটেও ছোট নয়। কাজ করতে চান অনেকের সঙ্গেই। রয়েছেন, সুজিত সরকার, অনিরুদ্ধ রায়চৌধুরী, সৃজিত মুখোপাধ্যায়ও। তাঁর কথায় জানা গেল, সুজিতের সঙ্গে একাধিক চিত্রনাট্য নিয়ে কথাবার্তা হয়েছে তাঁর।
তবে একইসঙ্গে তাঁর বক্তব্য, ‘‘এরকম নয় যে আমি কেবল বাঙালি পরিচালকদের সঙ্গেই কাজ করতে চাই। আমি সব পরিচালকের সঙ্গেই কাজ করতে চাই। যদি ভাল চিত্রনাট্য, চরিত্র আসে আমার কাছে, তখন আর অন্য কিছু দেখি না।’’