রণবীর বলেন, “কেউ বেশি জোরে কথা বললে আমার খুব অসুবিধা হয়, ছোট থেকেই। আমার বাবা-মায়ের মধ্যে ঝগড়া অশান্তি লেগেই থাকত। আমরা বাংলোতে থাকতাম, তাই আমার শৈশবের বেশিরভাগ সময়ই কেটেছে সিঁড়িতে বসে। তাদের অশান্তি শুনে। ভয়ে কুঁকড়ে থাকতাম আমি।”
রণবীর আরও জানান, ঋষি আর নীতুর দাম্পত্যজীবন কোনও দিনই সুখের ছিল বলে তাঁর মনে হয়নি। দিদি রিদ্ধিমা কাপুর তখন দূরে থাকতেন। একা রণবীর ভয়ে গুটিয়ে যেতেন বাবা-মায়ের অশান্তির মাঝে। নিজেকেই তাঁর দায়ী মনে হত। রণবীরের কথায়, “মা আমার কাছে নানা সময়ে দুঃখ করত। বাবার ততটা প্রকাশ ছিল না। নিজের মতোই থাকত।”
advertisement
১৯৮০ সালের জানুয়ারি মাসে ঋষি কাপুর এবং নীতু সিংয়ের বিয়ে হয়। যা একটি বিশিষ্ট বলিউড উত্তরাধিকারের সূচনা করে। এর আগে পর্দায় যুগলের রসায়ন দেখে মোহিত ছিলেন ভক্তরা। দাম্পত্য জীবনেও আমৃত্যু নীতুর সঙ্গেই ছিলেন ঋষি। তবে পুত্র রণবীরের কথায় স্পষ্ট হয়ে যায় অতীতের দুঃসময়। বাবা-মায়ের মধ্যে তিক্ততা তাঁর বেড়ে ওঠায়ও প্রভাব ফেলেছিল, জানান ‘ওয়েক আপ সিড’ খ্যাত অভিনেতা।