রবিবার সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা গিয়েছে, পাশে মা নিতু কাপুর, দিদি ঋদ্ধিমা কাপুর, আলিয়া ভাটকে সঙ্গে নিয়ে বান গঙ্গায় অস্থি বিসর্জন করলেন রণবীর কাপুর ৷ সঙ্গে ছিলেন বলিউড পরিচালক ও রণবীরের খুব কাছের বন্ধু আয়ান মুখোপাধ্যায় ৷
ভিডিওতে আরও দেখা গিয়েছে, সাদা পোশাকে বান গঙ্গার ঘাটেই নানা রীতি মেনে অস্থি ভাসাচ্ছেন রণবীর ৷ পুজো করেছেন, পুরোহিতের সঙ্গে সঙ্গে মন্ত্র পাঠও করেছেন রণবীর ৷ অস্থি ভাসানোর সময় বাবা ঋষি কাপুরকে শেষ শ্রদ্ধাও জানিয়েছেন তিনি ৷ তবে নিতু কাপুর, ঋদ্ধিমা কাপুর, এমনকী আলিয়া ভাট সোশ্যাল মিডিয়া তাঁদের অনুভব শেয়ার করলেও, এখনও অবধি রণবীরের পক্ষ থেকে বাবাকে নিয়ে তেমন কোনও পোস্ট দেখা যায়নি ৷
advertisement
এর আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল ঋষির শেষকৃত্যে রণবীরের কান্নার ভিডিও ৷ জিন্স পরে বাবার শেষকৃত্যে অংশ নেওয়ায় নেটিজেনদের বিতর্কের মুখেও পড়েছিলেন রণবীর ৷ তবে এই নিয়ে কোনওরকম প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি রণবীর বা কাপুর পরিবারকে ৷ অন্যদিকে, গোটা বিষয়ে রণবীরের পাশে পাশে আলিয়া থাকা নিয়েও নানারকম প্রশ্ন তুলেছিলেন নেটিজেনরা ৷
