দেবের কোলে ছোট্ট শিশু... শপিংমলে ঘুরে বেড়াচ্ছেন অভিনেতা! 'প্রজাপতি-২' মুক্তির আগেই 'বিরাট' চমক
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
'জয় চক্রবর্তী চরিত্রটা আমার কাছে সবচেয়ে প্রিয় চরিত্রগুলোর মধ্যে একটা হয়ে উঠেছে। এই চরিত্রটা আমার জন্য সারাজীবনের মতো মনে থেকে যাবে। আশা করি আপনাদেরও চরিত্রটাকে খুব ভাল লাগবে ও আপনারা এই চরিত্রটাকে ভালবাসা দিয়ে ভরিয়ে দেবেন। ২৫ ডিসেম্বর থেকে সিনেমাহলে দেখা হচ্ছে আপনাদের সকলের সঙ্গে।'
advertisement
1/5

প্রতি বছরের মতো এই বছরেও ২৫ ডিসেম্বর অর্থাৎ বড়দিনে ছবি উপহার দিতে চলেছেন দেব। ‘প্রজাপতি ২’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে মেগাস্টারকে। এই মুহূর্তে ছবির প্রচারে ব্যস্ত অভিনেতা।
advertisement
2/5
এদিন আসন্ন ছবি নিয়ে একটি পোস্ট করেছেন দেব।
advertisement
3/5
'জয় চক্রবর্তী চরিত্রটা আমার কাছে সবচেয়ে প্রিয় চরিত্রগুলোর মধ্যে একটা হয়ে উঠেছে। এই চরিত্রটা আমার জন্য সারাজীবনের মতো মনে থেকে যাবে। আশা করি আপনাদেরও চরিত্রটাকে খুব ভাল লাগবে ও আপনারা এই চরিত্রটাকে ভালবাসা দিয়ে ভরিয়ে দেবেন। ২৫ ডিসেম্বর থেকে সিনেমাহলে দেখা হচ্ছে আপনাদের সকলের সঙ্গে।'
advertisement
4/5
প্রজাপতি সিনেমায় আমরা এক বাবা-ছেলের গল্প দেখেছিলাম। আবারও বাবা ছেলের সেই ভালবাসাই পর্দায় দেখা যাবে।
advertisement
5/5
ছবিতে থাকবে ছোট্ট অনুমেঘা। এই সিনেমায় একজন সিঙ্গল ফাদারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দেবকে।