TRENDING:

Ranbir Kapoor-Alia Bhatt: আলিয়াকে দেওয়া রণবীরের সারপ্রাইজ গিফটে হয়ে যেতে পারে বিদেশ সফর! দাম শুনে চোখ কপালে ভক্তদের

Last Updated:

Ranbir Kapoor-Alia Bhatt: বিবাহবার্ষিকীতে আলিয়াকে কী উপহার দিলেন রণবীর তা নিয়েই চলছিল জল্পনা৷ নেটিজেনরা অনেকেই মনে করেছিলেন স্ত্রী আলিয়ার জন্য ব্যাগ ভর্তি উপহার নিয়ে এসেছেন অভিনেতা৷ এবার পুরো বিষটি প্রকাশ্যে এল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: দিনকয়েক আগেই বিয়ের বছর পূর্ণ করেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট৷ গত ১৪ এপ্রিল ছিল রণবীর ও আলিয়া পয়লা বিবাহবার্ষিকী৷ চোখের পলকে যেন কেটে গেল গোটা একটা বছর। ঠিক একবছর আগে জীবনের নতুন ইনিংস শুরু করেছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। ২০২২ সালের ১৪ এপ্রিল গাটছড়া বেঁধেছিলেন রণবীর ও আলিয়া ভাট।
আলিয়াকে দেওয়া রণবীরের সারপ্রাইজ গিফটে হয়ে যাবে বিদেশ সফর! দাম শুনে চোখ কপালে ভক্তদের
আলিয়াকে দেওয়া রণবীরের সারপ্রাইজ গিফটে হয়ে যাবে বিদেশ সফর! দাম শুনে চোখ কপালে ভক্তদের
advertisement

ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়েই চার হাত এক হয়েছিল রণবীর -আলিয়ার। দুই পরিবার ও ইন্ডাস্ট্রির কিছু কাছের মানুষদের নিয়েই সাতপাকে আবদ্ধ হয়েছিলেন তারকা জুটি। প্রথম বিবাহবার্ষিকী সেলিব্রেশন থেকে গিফট-সবটা জানার জন্য় মুখিয়ে রয়েছেন ভক্তরা। ওয়েডিং অ্যানিভার্সারির দিন তড়িঘড়ি মুম্বই থেকে উড়ে এসেছেন রণবীর কাপুর৷ মুম্বই বিমানবন্দরে পাপারাৎজির ক্যামেরায় লেন্সবন্দি হতেই নজর কেড়েছিল রণবীর কাপুরের হাতের বড় ব্যাগ৷ আলিয়াকে কী উপহার দিলেন রণবীর তা নিয়েই চলছিল জল্পনা৷ নেটিজেনরা অনেকেই মনে করেছিলেন স্ত্রী আলিয়ার জন্য ব্যাগ ভর্তি উপহার নিয়ে এসেছেন অভিনেতা৷ এবার পুরো বিষটি প্রকাশ্যে এল৷

advertisement

আরও পড়ুন-সর্বনাশ! আবারও খুনের হুমকি পেলেন উরফি, ছুটতে হল থানায়, তারপর যা হল...

আরও পড়ুন-  ‘ভয়ঙ্কর শরীর খারাপ’! সোমবার ভোরে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হল মধুমিতাকে, কী হয়েছে নায়িকার

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বিবাহবার্ষিকীর দিন,তাঁদের নির্মীয়মাণ বাংলো পরিদর্শনে বেরিয়েছিলেন রণবীর ও আলিয়া৷ তখনই গাড়ি থেকে নামার সময় অভিনেত্রীর হাতের বহুমূল্য ব্যাগ নজরে আসে পাপারাৎজিদের৷ এই ব্যাগই যে বিবাহবার্ষিকীর উপহার, তা একপ্রকার ধরেই নিয়েছেন ভক্তরা৷ তবে ব্যাগটির দাম শুনলে চোখ কপালে উঠবে আপনার৷ শ্যানেল সংস্থার ব্যান্ডেড ব্যাগটির দাম ভারতীয় মুদ্রায় ১০ লক্ষ টাকা৷ যা দিয়ে অনেকেরই বিদেশ ট্রিপ হয়ে যেতে পারে৷ অনেকেই অনুমান করছেন, লন্ডন থেকে আলিয়ার জন্য যে ব্যাগভর্তি উপহার এনেছেন তার মধ্যে এটাও ছিল৷ তবে এখনও পর্যন্ত রণবীর ও আলিয়া গিফট নিয়ে কিছু নিশ্চিত কিছু জানাননি৷ বিবাহবার্ষিকীর দিন রণবীর ও আলিয়া দুজনেই সমাজমাধ্যমে একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছিলেন,যেখানে গায়ে-হলুদ থেকে বিয়ের নানা অদেখা ছবি শেয়ার করে নিয়েছিল বলিপাড়ার এই লাভবার্ডস৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Ranbir Kapoor-Alia Bhatt: আলিয়াকে দেওয়া রণবীরের সারপ্রাইজ গিফটে হয়ে যেতে পারে বিদেশ সফর! দাম শুনে চোখ কপালে ভক্তদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল