মেয়ে রাহাকে কোলে নিয়ে রণবীর পাপারাৎজিদের সামনে এসে ক্যামেরায় পোজ দিলেন। পাশেই দাঁড়িয়ে মা আলিয়া। কাপুর পরিবারে বড়দিনে বরাবরই বিরাট করে লাঞ্চের আয়োজন করা হয়। গোটা পরিবার এদিন একত্র হন এই অনুষ্ঠানে।
আরও পড়ুন: কালজয়ী এক শর্তহীন প্রেমকাহিনি, অমৃতার সঙ্গে ‘দেখা’ করতে চলেই গেলেন ইমরোজ; আর তর সইল না
এমন দারুণ দিনেই অবেশেষে নিজেদের মেয়ে রাহাকে সামনে নিয়ে এলেন রণবীর-আলিয়া। নীল চোখের মণির রাহাকে দেখে পাপারাৎজিরা মেরি ক্রিসমাস জানাতে থাকে। রণবীর ও আলিয়া রাহাকে কোল থেকে নামালেও সে মুহূর্ত কোলছাড়া হতে চায় না। ফলে রণবীরের কোলে উঠে পড়ে রাহা।
আরও পড়ুন: ক্যানসারে মৃত মা, ফ্রিজে রাখা মায়ের হাতে তৈরি শেষ খাবার! প্লেটের সামনে অঝোর কান্না শিশুর
মেয়ের জন্মের পর থেকে এতদিন মিডিয়ার সামনে তাকে নিয়ে আসেননি রণবীর-আলিয়া। তবে ক্রিসমাসে প্রথমবার তাকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। ছবি মুহূর্তে ভাইরাল হয়েছে। রণবীর ও আলিয়ার মেয়ে রাহাকে দেখার জন্য উৎসুখ বহু মানুষের আজ বিরাট উপহার। রণবীর তাঁর কণ্ঠার হাড় (কলার বোন)-এ মেয়ে রাহার নাম ট্যাটুও করিয়েছেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F