‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির অপেক্ষায় দিন গুনছে বলিউড৷ একের পর এক ছবি মুখ থুবড়ে পড়ার পর অ্যাডভান্স বুকিং-এর দিক থেকে বেশ কিছু ছবিকে পিছনে ফেলেছে রণবীর-আলিয়া অভিনিত ব্রহ্মাস্ত্র৷ ছবি মুক্তির আগে মন্দিয়ে পুজো দিতে গিয়েছিল টিম ব্রহ্মাস্ত্র৷ কিন্তু মহাকালেশ্বর মন্দিরে আশির্বাদ নিতে এসেই ক্ষোভের মুখে পড়েন রণবীর-আলিয়া৷ মন্দিরে ঢুকতে দিতে বাধা দেয় বজরং দল৷ বহু বছর আগে রণবীরের গোমাংস নিয়ে করা মন্তব্যকে ঘিরেই ক্ষোভ প্রকাশ করেন বজরং দলের সদস্যরা৷
advertisement
আরও পড়ুন: মুক্তি পেল Ponniyin Selvan 1-এর ট্রেলার, অপরূপা ঐশ্বর্য ঘুম কাড়লেন দর্শকদের
২০১১ সালে এক ছবির প্রচারে একটি শো-তে এসে রণবীর জানান যে তাঁদের পরিবার পেশোয়ার থেকে এসেছে৷ পেশোয়ার থেকে আসায় তাঁরা গোমাংসের বিভিন্ন পদ খান৷ এমন কী গোমাংস খেতে তাঁর ভাল লাগে, বলেন রণবীর৷ এই পুরোনো ছবি ব্রহ্মাস্ত্র রিলিজের আগেই ভাইরাল হয় নেট দুনিয়ায়৷ এইরকম মন্তব্য করায় ক্ষোভের মুখে পড়েন রণবীর৷
আরও পড়ুন: ওটিটিতে মুক্তি পাচ্ছে চাকদা এক্সপ্রেস, কোন গল্প বলার কথা বললেন অনুষ্কা?
মহাকালেশ্বর মন্দিরে রণবীর, আলিয়ার আসার খবর হতেই মন্দির চত্বরে জমায়েত করেন বজরং দলের সদস্যরা৷ মন্দিরে গাড়ি ঢোকার সময় কালো কাপড় দেখানো হয় রণবীর-আলিয়াকে৷ উত্তেজনা সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ৷ বজরং দলের সমর্থকদের উপর লাঠিচার্জের ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা সৃষ্টি হয় ঘটনাস্থলে৷ যদিও শান্তিপূর্ণভাবেই প্রতিবাদ করছিলেন বলেই দাবি করেন বজরং দলের সমর্থকরা৷ তবে শেষ পর্যন্ত মন্দিরে প্রবেশ করতে পারেন রনবীর আলিয়া৷ প্রায় ৪০০ কোটি টাকা বাজেটের ছবি ব্রহ্মাস্ত্রের দিকে তাকিয়ে আছে বলিউড৷ ঝড়ের গতিতে অগ্রিম টিকিট বুক হয়েছে ব্রহ্মাস্ত্রের৷ ব্রহ্মাস্ত্রের হাত ধরেই ফের বলিউডের সুদিন ফিরতে পারে বলে, মনে করছে বলিউডের একাংশ৷