TRENDING:

মহাকালেশ্বর মন্দিরে পুজো দিতে গিয়ে বিক্ষোভের মুখে রণবীর, আলিয়া

Last Updated:

মহাকালেশ্বর মন্দিরে রণবীর, আলিয়ার আসার খবর হতেই মন্দির চত্বরে জমায়েত করেন বজরং দলের সদস্যরা৷ মন্দিরে গাড়ি ঢোকার সময় কালো কাপড় দেখানো হয় রণবীর-আলিয়াকে৷ উত্তেজনা সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বুধবার পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গে মহাকালেশ্বর মন্দিরে পৌঁছন রণবীর-আলিয়া৷ তারকা দম্পতির মন্দিরে আসার খবর ছড়িয়ে পড়তেই প্রতিবাদ করেন বজরং দলের সদস্যরা৷ রণবীর এবং আলিয়াকে মন্দিরে ঢোকার বিরোধিতা করেন বজরং দলের সদস্যরা৷
advertisement

‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির অপেক্ষায় দিন গুনছে বলিউড৷ একের পর এক ছবি মুখ থুবড়ে পড়ার পর অ্যাডভান্স বুকিং-এর দিক থেকে বেশ কিছু ছবিকে পিছনে ফেলেছে রণবীর-আলিয়া অভিনিত ব্রহ্মাস্ত্র৷ ছবি মুক্তির আগে মন্দিয়ে পুজো দিতে গিয়েছিল টিম ব্রহ্মাস্ত্র৷ কিন্তু মহাকালেশ্বর মন্দিরে আশির্বাদ নিতে এসেই ক্ষোভের মুখে পড়েন রণবীর-আলিয়া৷ মন্দিরে ঢুকতে দিতে বাধা দেয় বজরং দল৷ বহু বছর আগে রণবীরের গোমাংস নিয়ে করা মন্তব্যকে ঘিরেই ক্ষোভ প্রকাশ করেন বজরং দলের সদস্যরা৷

advertisement

আরও পড়ুন: মুক্তি পেল Ponniyin Selvan 1-এর ট্রেলার, অপরূপা ঐশ্বর্য ঘুম কাড়লেন দর্শকদের

২০১১ সালে এক ছবির প্রচারে একটি শো-তে এসে রণবীর জানান যে তাঁদের পরিবার পেশোয়ার থেকে এসেছে৷ পেশোয়ার থেকে আসায় তাঁরা গোমাংসের বিভিন্ন পদ খান৷ এমন কী গোমাংস খেতে তাঁর ভাল লাগে, বলেন রণবীর৷ এই পুরোনো ছবি ব্রহ্মাস্ত্র রিলিজের আগেই ভাইরাল হয় নেট দুনিয়ায়৷ এইরকম মন্তব্য করায় ক্ষোভের মুখে পড়েন রণবীর৷

advertisement

আরও পড়ুন: ওটিটিতে মুক্তি পাচ্ছে চাকদা এক্সপ্রেস, কোন গল্প বলার কথা বললেন অনুষ্কা?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মহাকালেশ্বর মন্দিরে রণবীর, আলিয়ার আসার খবর হতেই মন্দির চত্বরে জমায়েত করেন বজরং দলের সদস্যরা৷ মন্দিরে গাড়ি ঢোকার সময় কালো কাপড় দেখানো হয় রণবীর-আলিয়াকে৷ উত্তেজনা সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ৷ বজরং দলের সমর্থকদের উপর লাঠিচার্জের ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা সৃষ্টি হয় ঘটনাস্থলে৷ যদিও শান্তিপূর্ণভাবেই প্রতিবাদ করছিলেন বলেই দাবি করেন বজরং দলের সমর্থকরা৷ তবে শেষ পর্যন্ত মন্দিরে প্রবেশ করতে পারেন রনবীর আলিয়া৷ প্রায় ৪০০ কোটি টাকা বাজেটের ছবি ব্রহ্মাস্ত্রের দিকে তাকিয়ে আছে বলিউড৷ ঝড়ের গতিতে অগ্রিম টিকিট বুক হয়েছে ব্রহ্মাস্ত্রের৷ ব্রহ্মাস্ত্রের হাত ধরেই ফের বলিউডের সুদিন ফিরতে পারে বলে, মনে করছে বলিউডের একাংশ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
মহাকালেশ্বর মন্দিরে পুজো দিতে গিয়ে বিক্ষোভের মুখে রণবীর, আলিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল