২০১১ সালের 'মিস ইন্ডিয়া' প্রতিযোগিতার একটি পর্বে প্রতিযোগীদের বিভিন্ন কঠিন কঠিন প্রশ্ন করা হচ্ছিল। রাকুলের পালা এলে বিচারক আসন থেকে ফরদীন খান তাঁকে প্রশ্ন করেন, "খুব সহজ প্রশ্ন করছি না। যদি আপনি জানতে পারেন যে আপনার ছেলে সমকামী, আপনার প্রতিক্রিয়া কী হত?"
আরও পড়ুন: কে বলবে ৪৯ বছর বয়স? বার্থডে গার্ল মালাইকার উথলে উঠছে যৌবন! দেখুন
advertisement
এক মুহূর্তের বিরতি নিয়েই রাকুল বলেন, "যদি জানতে পারতাম আমার ছেলে সমকামী, প্রথমেই তাঁকে থাপ্পড় মারতাম। কিন্তু তার ধীরে ধীরে বোঝার চেষ্টা করতাম তাঁকে। সে যদি সমকামী হওয়াকেই বেছে নেয় এবং সেভাবেই জীবনে এগিয়ে যেতে চায়, তা হলে মেনে নেব। কিন্তু যদি আমাকে জিজ্ঞাসা করা হয়, আমি নিজে সমকামী না হওয়াকেই বেছে নেব।"
রাকুলের এই উত্তরে বিচারক আসনে বসে থাকা ফরদীন, দিনো মোরিয়া-সহ আরও অনেকে কী বলবেন বুঝতে পারেন না খানিকক্ষণ। তবে পুরনো এই ভিডিওটি ভাইরাল হতেই রাকুলকে 'হোমোফোবিক' বলে সমালোচনা করা শুরু হয়। কেউ লেখেন, 'কেউ নিজের যৌন পরিচয় বেছে নেয় না, এটা স্বাভাবিক জিনিস।' কেউ হতবাক রাকুলের মুখে এই মন্তব্য শুনে। উল্টোদিকে কারও আবার বক্তব্য, 'রাকুল আসলে অত্যন্ত বাস্তববাদী। বাবা-মায়েরা নিজেদের সন্তানদের ক্ষেত্রে এমন তথ্য পেলে ঠিক যেভাবে প্রতিক্রিয়া দেবে, রাকুলও তাই দিয়েছেন। শেষে তো বলেইছেন যে তিনি নিজের সন্তানকে মেনে নেবেন।'
আরও পড়ুন: দিওয়ালিতে কেমন শাড়ি বাছবেন? টিপস দিলেন শানায়া কাপুর
বিভিন্ন অভিমতে দুই ভাগে বিভক্ত রেডিট। এই ভাইরাল ভিডিও নিয়ে যদিও এখনও মুখ খোলেননি রাকুল।
খুব শীঘ্রই 'থ্যাঙ্ক গড' ছবিটি মুক্তি পেতে চলেছে। যেখানে সিদ্ধার্থ মালহোত্রা এবং অজয় দেবগনের সঙ্গে অভিনয় করেছেন অভিনেতা জ্যাকি ভাগনানির প্রেমিকা।