তিনি বলেন, আদিল আর আমি গাঁটছড়া বাঁধতে চলেছি। এমন অবস্থায় আমি আদিলের কথা মেনে নেব। অনেকটা বদলে গেছি। রাখি সাওয়ান্ত বলেন, আদিল আমাকে অনেক বদলে দিয়েছে এবং আদিল সবসময়ই সঠিক। আমি এটাকে সম্মান করি কিন্তু এবার ডিজাইনার পুরনো রাখি সাওয়ান্তের মতো পোশাক পাঠালেন। বলুন কী করি? যে আদিল এর আগে বলেছিলেন যে আমি রাখির উপর কোনও বিধিনিষেধ আরোপ করিনি... তবে আমি তাঁদের পোশাকের কথা বলি।
advertisement
আরও পড়ুন: বেগম সাহেবা করিনার ভাইরাল জিম-লুক! কিন্তু ভক্তরা বলছেন 'বুড়ি', 'মোটা', 'কুৎসিত'!
রাখির প্রেমিক আদিল খান দুররানির নতুন গান আসছে সম্প্রতি। এর আগে রাখি ও আদিল রোমান্টিক ফটোশুট করেছেন। এই সময়ও, রাখি সাওয়ান্তকে তাঁর পোশাক নিয়ে খুব বিরক্ত দেখাচ্ছিল, তাঁকে বারবার পোশাকটি ঠিক করতে হয়েছিল। এছাড়াও, তাঁর এই পোশাকটি বেশ খোলামেলা ছিল। বলা হচ্ছে, এই সময়ে ট্রোলড মোমেন্টের শিকার হয়েও বেঁচে গিয়েছিলেন রাখি সাওয়ান্ত।
আরও পড়ুন: বুম্বাদা'র চারটে বিয়ে? দেবের প্রশ্নের উত্তরে রহস্য ফাঁস করলেন প্রসেনজিৎ
প্রসঙ্গত, কিছুদিন আগেই প্রেমিকের পোশাক নিয়ে অভিযোগের কথা জানিয়েছিলেন রাখি। ইন্ডাস্ট্রিতে তাঁর কোনও 'গডফাদার' নেই বলেই খানিক খোলামেলা পোশাক পরতে হয়, নয়তো কেউ কাজ দেবে না। তাঁর একটিই অনুরোধ প্রেমিকের কাছে, কেবল যেন পা-খোলা পোশাক পরার অনুমতি দেন তিনি। তবেই খানিক লোক জন তাঁকে কাজে ডাকবেন। এই ভিডিওটির সময়েও রাখি গা ঢাকা টিশার্ট পরে রয়েছেন। তবে কি সত্যিই প্রেমিকের কথা মেনে জীবন যাপন করছেন বলিউডের এই তারকা?