বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, ‘কৃশ ৪’-এর বাজেট ইতিমধ্যেই ৭০০ কোটি টাকা পার করেছে। ফলে যেকোনও প্রযোজনা সংস্থার পক্ষেই শ্যুটিং চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব। এমনিতেই একাধিক বার পিছিয়ে গিয়েছে ‘কৃশ ৪’-এর কাজ।
advertisement
এবার আবার পরিচালক সিদ্ধার্থ বেরিয়ে যাওয়ার ফলে কাজ চালিয়ে যাওয়া আরও কঠিন হয়ে পড়ল। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, পরিচালক রাকেশ রোশন এই সুপারহিরো মুভি পরিচালনা করছেন না। বরং তিনি এই কাজ অন্য পরিচালককে দিয়ে করানোর সিদ্ধান্ত নিয়েছেন।
ফলে একটি নতুন ব্যানারের আওতায় তৈরি করতে হবে বহু প্রতীক্ষিত ‘কৃশ ৪’ ছবিটিকে। এদিকে এই ছবির বাজেট ৭০০ কোটি টাকা পেরিয়ে যাওয়ায় এটি নিয়ে এগোতে পারছে না বেশিরভাগ প্রযোজনা সংস্থাই। তাদের পক্ষে ছবির কাজ নেওয়া মুশকিল হয়ে গিয়েছে।
আরও পড়ুন: ১৮ কোটি টাকা! দোলের দিনে মদ বিক্রিতে রেকর্ড গড়ল দক্ষিণবঙ্গের এই জেলা
এদিকে সুপারস্টার হৃতিক রোশন চেয়েছিলেন যে, তাঁর ঘনিষ্ঠ বন্ধু সিদ্ধার্থ আনন্দই পরিচালনার রাজপাট নিজের কাঁধে তুলে নিন। কিন্তু বাজেটটাই সম্ভবত সিদ্ধার্থের সামনে সবথেকে বড় বাধা হয়ে উঠেছে।
দেশের এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত অন্য একটি প্রতিবেদনে এক সূত্রের বক্তব্য তুলে ধরা হয়েছে। ওই সূত্রটির দাবি, বাজেট সংক্রান্ত বিষয়ে যে পরিসংখ্যান ইতিমধ্যেই বাইরে এসেছে, তা একেবারেই ঠিক নয়। বর্তমানে নতুন একটি স্টুডিও-য় এই ‘কৃশ ৪’ ছবিটি প্রযোজনা করবে ফিল্মক্র্যাফ্ট। অন্যদিকে ‘কৃশ’ ছাড়াও যে অন্যান্য প্রজেক্ট রয়েছে, সেদিকেই মনোনিবেশ করবে মারফ্লিক্স।
প্রসঙ্গত ‘কৃশ’ ফ্র্যাঞ্চাইজির এর আগের সব কটি ছবিই পরিচালনা করেছেন রাকেশ রোশন। এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি ‘কোই… মিল গ্যয়া’ মুক্তি পেয়েছিল ২০০৩ সালে। এরপর ২০০৬ সালে মুক্তি পেয়েছিল এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবি ‘কৃশ’।
এরপর ২০১৩ সালে এসেছিল ‘কৃশ’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি ‘কৃশ ৩’। আর আগের তিন বারের মতো এবারেও অর্থাৎ ‘কৃশ ৪’-এ অভিনয় করতে চলেছেন হৃতিক রোশন। এছাড়াও চলতি বছর ‘ওয়ার’ ফ্র্যাঞ্চাইজির ‘ওয়ার ২’ ছবিতে দেখা যাবে বলিউডের গ্রিক গড-কে।