রাজু শ্রীবাস্তবের ব্যক্তিগত সচিব গর্বিত নারাঙ্গ জানিয়েছেন, এইমসের চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন কৌতুকশিল্পী। তাঁর শারীরিক পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে দাবি করেছেন ডাক্তাররা। জিমে ওয়ার্কআউট করার সময় গত ১০ অগাস্ট অসুস্থ হয়ে পড়েন রাজু শ্রীবাস্তব। বুকে ব্যথার পরই জ্ঞান হারান তিনি। এর পরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: অনুব্রত মামলার বিচারককে হুমকি-চিঠি 'প্রেরক' তদন্তের মুখে, কে এই বাপ্পা চট্টোপাধ্যায়?
advertisement
আরও পড়ুন: ৭৩ বছর বয়সেও কখনও সাবান মাখেন না হেমা মালিনী, বদলে ড্রিম গার্লের টানটান ত্বকের রহস্য জানুন
জিম ট্রেনারই তাঁকে হাসপাতালে ভর্তি করান। দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে রাজনাথ সিং খোঁজ নিয়েছেন রাজুর শারীরিক অবস্থার। তাঁর পরিবারের লোকেদের সঙ্গেও তাঁরা কথা বলে সমস্তরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। ৫৮ বছর বয়সী রাজু শ্রীবাস্তব হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। গত ১০ অগাস্ট জিমে তিনি ট্রেডমিলে দৌড়োচ্ছিলেন। সঙ্গে ছিলেন তাঁর ট্রেনারও। সেই সময়ই আচমকা তিনি হৃদরোগে আক্রান্ত হন।
জ্ঞান হারান সেখানে। জিম ট্রেনার তাঁর দু'বার সিপিআর দেন। তারপর দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, হৃদরোগে আক্রান্ত হওয়ার সময়ই জ্ঞান হারানোর আগে তিনি একবার জানিয়েছিলেন যে, তিনি অস্বস্ত্বি অনুভব করছেন। তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। হাসপাতালে ভর্তি করার পরই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। সেই থেকে তিনি ভেন্টিলেশনেই ছিলেন বুধবার পর্যন্ত। বৃহস্পতিবার স্বস্তি।