TRENDING:

Raju Srivastav: অবস্থা এখনও সঙ্কটজনক, হাসপাতালে ভেন্টিলেটরেই রাজু শ্রীবাস্তব

Last Updated:

তাঁর অবস্থা এখনও সঙ্কটজনক বলেই জানিয়েছেন চিকিৎসকরা ৷ হাসপাতালে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে রাজুকে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় হাস্যকৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব (Raju Srivastav)। জিমে শরীরচর্চা করার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন বছর ৫৮-র এই শিল্পী। কিছু ক্ষণের মধ্যেই চেতনা হারিয়ে ফেলেন তিনি। দিল্লির এইমসে এখন চিকিৎসাধীন রাজু ৷ তাঁর অবস্থা এখনও সঙ্কটজনক বলেই জানিয়েছেন চিকিৎসকরা ৷ হাসপাতালে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে রাজুকে ৷
advertisement

ইমার্জেন্সিতে ভর্তি করার পর দু’বার কার্ডিওপালমোনারি রিসাসিটেশন দেওয়া হয়েছে। সিপিআর একটি লাইফ সেভিং কৌশল যা মূলত হার্ট অ্যাটাকের ক্ষেত্রে ব্যবহার করা হয়।

আরও পড়ুন-  অঞ্জলি এমএমএস! নেটিজেনদের হাতে হাতে ঘুরছে বিস্ফোরক ভিডিও, বিতর্কের লক আপে এখন বন্দিনী সুন্দরী

সূত্রের খবর, রাজু শ্রীবাস্তবের অবস্থা সঙ্কটজনক হওয়ায় হাসপাতালেই রয়েছেন তাঁর স্ত্রী ৷ হাসপাতালে আসতে শুরু করেছেন পরিবারের অন্যান্য সদস্যরাও ৷ সবার মুখে হাসি ফোটানো রাজু যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেই কামনা করছেন তাঁর ভক্তরা ৷

advertisement

রাজু শ্রীবাস্তবের চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক ডা.গুপ্ত জানিয়েছেন, অভিনেতার হৃদযন্ত্রের মূল ধমনীতেই একশো শতাংশ ব্লক পাওয়া গিয়েছে৷ ধমনীকে সচল করতে সেখানে স্টেন্ট বসানো হয়েছে ৷ কিন্তু রাজু শ্রীবাস্তবের রক্তচাপ খুবই কম ৷ ফলে আগামী ৪৮ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন ওই চিকিৎসক- ৷

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

চিকিৎসকরা জানাচ্ছেন, সাধারণত অ্যাঞ্জিওপ্লাস্টি করার পরে এই ধরনের রোগীদের শারীরিক অবস্থার উন্নতি হয় ৷ তাঁদের সাধারণ ওয়ার্ডেও দিয়ে দেওয়া হয় ৷ কিন্তু রাজুর ক্ষেত্রে তাঁর রক্তচাপ নিয়ন্ত্রণে আসছে না ৷ নিজে থেকে শ্বাসপ্রশ্বাসও নিতে পারছেন না অভিনেতা ৷ সেই কারণে তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখতে হয়েছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Raju Srivastav: অবস্থা এখনও সঙ্কটজনক, হাসপাতালে ভেন্টিলেটরেই রাজু শ্রীবাস্তব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল