TRENDING:

Raju Srivastav: অবস্থা এখনও সঙ্কটজনক, হাসপাতালে ভেন্টিলেটরেই রাজু শ্রীবাস্তব

Last Updated:

তাঁর অবস্থা এখনও সঙ্কটজনক বলেই জানিয়েছেন চিকিৎসকরা ৷ হাসপাতালে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে রাজুকে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় হাস্যকৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব (Raju Srivastav)। জিমে শরীরচর্চা করার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন বছর ৫৮-র এই শিল্পী। কিছু ক্ষণের মধ্যেই চেতনা হারিয়ে ফেলেন তিনি। দিল্লির এইমসে এখন চিকিৎসাধীন রাজু ৷ তাঁর অবস্থা এখনও সঙ্কটজনক বলেই জানিয়েছেন চিকিৎসকরা ৷ হাসপাতালে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে রাজুকে ৷
advertisement

ইমার্জেন্সিতে ভর্তি করার পর দু’বার কার্ডিওপালমোনারি রিসাসিটেশন দেওয়া হয়েছে। সিপিআর একটি লাইফ সেভিং কৌশল যা মূলত হার্ট অ্যাটাকের ক্ষেত্রে ব্যবহার করা হয়।

আরও পড়ুন-  অঞ্জলি এমএমএস! নেটিজেনদের হাতে হাতে ঘুরছে বিস্ফোরক ভিডিও, বিতর্কের লক আপে এখন বন্দিনী সুন্দরী

সূত্রের খবর, রাজু শ্রীবাস্তবের অবস্থা সঙ্কটজনক হওয়ায় হাসপাতালেই রয়েছেন তাঁর স্ত্রী ৷ হাসপাতালে আসতে শুরু করেছেন পরিবারের অন্যান্য সদস্যরাও ৷ সবার মুখে হাসি ফোটানো রাজু যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেই কামনা করছেন তাঁর ভক্তরা ৷

advertisement

রাজু শ্রীবাস্তবের চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক ডা.গুপ্ত জানিয়েছেন, অভিনেতার হৃদযন্ত্রের মূল ধমনীতেই একশো শতাংশ ব্লক পাওয়া গিয়েছে৷ ধমনীকে সচল করতে সেখানে স্টেন্ট বসানো হয়েছে ৷ কিন্তু রাজু শ্রীবাস্তবের রক্তচাপ খুবই কম ৷ ফলে আগামী ৪৮ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন ওই চিকিৎসক- ৷

সেরা ভিডিও

আরও দেখুন
নদীর চরে জন্মানো আগাছা দিয়ে দুর্দান্ত বিজনেস আইডিয়া! বিদেশে ব্যাপক চাহিদা, ভুরিভুরি আয়
আরও দেখুন

চিকিৎসকরা জানাচ্ছেন, সাধারণত অ্যাঞ্জিওপ্লাস্টি করার পরে এই ধরনের রোগীদের শারীরিক অবস্থার উন্নতি হয় ৷ তাঁদের সাধারণ ওয়ার্ডেও দিয়ে দেওয়া হয় ৷ কিন্তু রাজুর ক্ষেত্রে তাঁর রক্তচাপ নিয়ন্ত্রণে আসছে না ৷ নিজে থেকে শ্বাসপ্রশ্বাসও নিতে পারছেন না অভিনেতা ৷ সেই কারণে তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখতে হয়েছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Raju Srivastav: অবস্থা এখনও সঙ্কটজনক, হাসপাতালে ভেন্টিলেটরেই রাজু শ্রীবাস্তব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল