TRENDING:

মৃত্যুর আগে রাজেশ খান্না ভক্তদের এটাই বলেছিলেন...

Last Updated:

সালটা ১৯৬৫ ৷ বলিউডে একটা ছবিতে সুযোগ পাওয়ার জন্য রীতিমতো লড়াই করে যাচ্ছেন রাজেশ খান্না ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সালটা ১৯৬৫ ৷ বলিউডে একটা ছবিতে সুযোগ পাওয়ার জন্য রীতিমতো লড়াই করে যাচ্ছেন রাজেশ খান্না ৷ ঠিক সেই সময়ই নতুন ছবির ঘোষণা হতেই অডিশনে অংশ নিলেন রাজেশ খান্না ৷ প্রায় ১০ হাজার অভিনেতার মধ্যে থেকে ৮ জনকে বেছে নেওয়া হয়েছিল ৷ যার মধ্যে ছিলেন রাজেশ খান্নাও ৷ তাঁর প্রথম ছবি ‘আখরি খত’ মুক্তি পায় ১৯৬৬ সালে ৷ সেই ছবি বক্স অফিসে বেশি কিছু করতে না পারলেও, নজরে পরেন রাজেশ ৷ তারপর বাকিটা ইতিহাস ৷ বলিউডের প্রথম সুপারস্টার হয়ে ওঠেন রাজেশ খান্না ৷
advertisement

আরও পড়ুন

কেটেছে বেশ কয়েক বছর, তবুও অমলিন রাজেশ খান্না

১৮ জুলাই ২০১২ সালে মৃত্যু হয় রাজেশ খান্নার ৷ একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, মৃত্যুর কয়েকদিন আগে ভক্ত, প্রিয়জনদের উদ্দেশ্যে একটি মেসেজ রেকর্ড করে যান ৷ আর সেখানেই তিনি জানিয়ে যান, তাঁর ভালো ও মন্দ থাকার কথা ৷

advertisement

রেকর্ডে রাজেশ বলেন, ‘আমি খুবই রঙিন মানুষ ৷ জীবনের প্রত্যেকটি রংই আমার খুব পছন্দের ৷ জীবনে পাওয়া সাফল্য গুলোকে নিয়ে আমি বরাবর ভেবেছি ৷ যে ঘটনা আমাকে দুঃখ দিয়েছে ৷ তাকে বেশিবার মনে করিনি ৷ অনেক কিছু পেয়েছি, এই বলিউড থেকে ৷ অনেক কিছু শিখেছি ৷ যখন থিয়েটার করতাম ৷ তখন একটা সংলাপও বলতে পারতাম না ৷ কিন্তু মনে জেদ ছিল, একদিন অভিনেতা হবই ৷ অনেক স্ট্রাগল করেছি ৷ কারণ, আমার কোনও গডফাদার ছিল না ৷ এই ইন্ডাস্ট্রিতে কোনও আত্মীয় ছিল না ৷ যা করেছি তা নিজেই করেছি ৷ ভক্তদের আর্শিবাদ, শুভেচ্ছা আমাকে এগিয়ে নিয়ে গিয়েছে ৷ আজ জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি৷ মনের কথাগুলো বলতে ইচ্ছে হল ৷ তাই সবাইকে মন খুলে বলে ফেললাম !’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
মৃত্যুর আগে রাজেশ খান্না ভক্তদের এটাই বলেছিলেন...