এত দূর পর্যন্ত সবটাই ঠিক ছিল। কিন্তু রাজা-মধুবনীর এই পরিকল্পনাকে সহজ ভাবে নেননি নেটিজেনদের একাংশ। অভিযোগ, শুধুমাত্র সহজ উপায়ে অর্থ উপার্জনের জন্যই এই ভ্লগিং পন্থা অনুসরণ করেছেন তাঁরা। আবার অনেকের দাবি, ছবি-টেলিভিশনে কাজের অভাবেই এই ঘোষণা। বিষয়টি শুধু কটাক্ষেই থেমে থাকেনি। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, তাঁদের এই পরিসেবা নিয়ে আদৌ গ্রাহকদের কোনও লাভ হবে কি?
advertisement
নেটমাধ্যমে চলতে থাকা এই বিতর্ক সম্পর্কে ওয়াকিবহাল রাজা গোস্বামী। বিষয়টি নিয়ে বিভ্রান্তি কাটাতে নিউজ18 বাংলার সঙ্গে কথা বলেন 'খড়কুটো'র রূপাঞ্জন। তাঁর বক্তব্য, "আমরা ইতিমধ্যেই প্রচুর বড় ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছি। অনেক কন্টেন্ট ক্রিয়েটর তাঁদের প্রোমোট করার অনুরোধ করে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। এই ধরনের কাজে আমরা পারিশ্রমিক নিয়ে থাকি। কারণ আমাদের ইউটিউব চ্যানেল থেকে তাঁরা প্রচার পান। সেটা কিন্তু এক প্রকার বিজ্ঞাপণের মতোই।"
আরও পড়ুন : টাইগারের সঙ্গে বিচ্ছেদ! দিশার জীবনে প্রেমের বসন্ত নিয়ে এলেন কে
আরও পড়ুন : কলকাতায় ট্রামে চড়ে হুল্লোড় বরুণ-কৃতির! সঙ্গ দিলেন প্রসেনজিৎ
বিগত এক বছর ধরে একটি ইউটিউব চ্যানেল চালাচ্ছেন রাজা-মধুবনী। তাঁদের সাবস্ক্রাইবার সংখ্যা দু'লক্ষ ছুঁইছুঁই। সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই নতুন কিছু করার প্রয়াস তাঁদের। রাজার কথায়, "আমার মনে হয় পশ্চিমবঙ্গে এ ধরনের কাজ আগে কেউ করেনি। তারকা হিসেবে কোনও অনুষ্ঠানে যোগ দিলে বা কোনও কিছু প্রোমোট করার জন্য আমরা পারিশ্রমিক নিই ঠিকই। কিন্তু অনুরাগীদের সঙ্গে দেখা করা অর্থাৎ ফ্যান মিটের জন্য কিন্তু আমরা কোনও অর্থ নিই না।"
রাজা জানিয়েছেন, প্রচুর মানুষ তাঁদের সঙ্গে যোগাযোগ করছেন। ইতিমধ্যে শুরু কাজও। নেতিবাচকতাকে তোয়াক্কা করার সময় কোথায়! অভিনেতা বলছেন, "যাঁরা ভাবেন ইউটিউব করাটা কোনও কাজ নয়, তাঁরা আসলে এই বিষয়টা বোঝেন না। ছবি বা টেলিভিশনের কোনও অংশে কম জনপ্রিয় নয় এই প্ল্যাটফর্মটি। আর আমি কী বা কতটা কাজ করছি, সেটা সবাই জানেন। মুষ্টিমেয় কয়েকজনের কথা নিয়ে ভাবিত নই।"